প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 17 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. Chang’e-7 মিশনকে সফল করতে চীনের সাথে জোটবদ্ধ হল — ইজিপ্ট এবং বাহারিন
2. রাশিয়ান অ্যাসেট ব্যবহার করে ইউক্রেনকে $50 bn লোন দেওয়ার সম্মতি জানাল — G7 গোষ্ঠী
3. গ্লোবাল ইকুইটি মার্কেটে হংকংকে অতিক্রম করে চতুর্থ স্থান অধিকার করল — ভারত
4. ট্র্যাডিশনাল মেডিসিন রিসার্চের জন্য তৃতীয় ভারতীয় ইনস্টিটিউট হিসেবে WHO -এর স্বীকৃতি পেল — হায়দ্রাবাদের NIIHM
5. Ingenious Research Solutions Pvt Ltd সম্প্রতি তৈরি করল — AI Tool ‘Divya Drishti’
6. ‘A Fly on the RBI Wall’ শিরোনামে বই লিখলেন — Alpana Killawala