প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 24 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং 2023 -এ — চতুর্থ স্থান অধিকার করল ভারত
2. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে — শিরোনামে উঠে এল Shompen উপজাতি
3. ট্রাইবাল স্কিল ডেভেলপমেন্টের জন্য জোটবদ্ধ হল — ISKON এবং NSDC
4. দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে — কুয়েতে প্রথমবার হিন্দি রেডিও ব্রডকাস্ট চালু হল
5. প্রখ্যাত শিল্পপতি রতন টাটাকে সম্প্রতি — KISS Humanitarian সম্মানের সম্মানিত করা হল
6. এবারের বিশ্ব বই দিবসের থিম হল — Read Your Way
7. Heavenly Islands of Goa — শিরোনামে বই লিখলেন পি. এস. শ্রীধরন পিল্লাই
8. 2023 – 24 অর্থবর্ষ অনুযায়ী ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে — তামিলনাড়ু রাজ্য