প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 24 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 24 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. বিশ্বের প্রথম মেজর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইনের মান্যতা দিল — ইউরোপিয়ান ইউনিয়ন
2. ডিজাস্টার রিপোর্টিং এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করল — আসাম সরকার
3. ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন — To Lam
4. 2024 সালে তৃতীয় ইউনিকর্ন কোম্পানির তকমা পেল — বেঙ্গালুরুর লজিস্টিক স্টার্টআপ Porter
5. অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন — পর্বতারোহী শির্বাজ খান
6. ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন — জন স্লাভেন
7. সরকারি চুক্তিভিত্তিক কাজে মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ দিল — কর্ণাটক সরকার