প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 28 মার্চ 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 28 মার্চ 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. এবারের বিশ্ব থিয়েটার দিবসের থিম ছিল — Theater and a Culture of Peace
2. পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন — Luis Montenegro
3. 29th Devi Shankar Awasthi Award 2023 সম্মানে সম্মানিত হলেন — তরুণ কবি এবং সমালোচক নিশান্ত
4. Boxing Sub Junior National Championship জিতল — হরিয়ানা
5. মায়ানমারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — অভয় ঠাকুর
6. চণ্ডীগড়ে অনুষ্ঠিত হচ্ছে — Cinevester International Film Festival
7. ২৭৭ রান করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানকারী দল হল — সানরাইজার্স হায়দরাবাদ