প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 4 জুলাই 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামের জন্য ভারতকে পার্টনার দেশ হিসাবে ঘোষণা করল — SERA এবং Blue Origin
2. পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন — রবীন্দ্র কুমার ত্যাগী
3. ভারত এবং থাইল্যান্ডের মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন সম্পূর্ণ হল যার নাম — Maitree Exercise 2024
4. অমরাবতীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে — Air India
5. Puma India কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন — তরুণ ভারতীয় ক্রিকেটার রিয়ান পরাগ এবং নীতিশ কুমার
6. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৫ মিনিটে অনলাইন লোন সলিউশন সম্বন্ধিত একটি নতুন পোর্টাল লঞ্চ করল যার নাম — MSME Sahaj
7. সম্প্রতি কাতারের দোহাতে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর চর্চা করার জন্য আয়োজিত হল — ইউনাইটেড নেশন্স কনফারেন্স
8. সাম্প্রতিক সময়ে জাপানে শুরু করা হল — ব্যাঙ্ক নোট হলোগ্রাফিক টেকনোলজি
9. ২০২৪ সালের জুন মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ হল — ১.৭৪ লক্ষ কোটি টাকা
10. আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা