চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 8 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 8 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. 2026 FIFA World Cup Final আয়োজিত হবে — নিউ ইয়র্ক শহরে

2. রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হলেন — রাজেন্দ্র প্রসাদ গুপ্ত

3. গগনযান মিশনের পূর্বে ISRO — “ব্যোমমিত্র” নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে

4. ২০২৪-২৫ অর্থবর্ষে জম্মু-কাশ্মীরের জন্য — ১.১৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার

5. গুজরাটে শুরু হল — Bharat Rang Mahotsav নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

[quads id=10]

6. পাঞ্জাবের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন — বনবারীলাল পুরোহিত

7. বিবাহিত মহিলাদের ১০০০ টাকা করে আর্থিক সহায়তা করার জন্য — Mahtari Vandan Yojana চালু করল ছত্তিশগড় সরকার

৪. ভারতের জন্য Asian Development Bank (ADB)-এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — Mio Oka

৭. ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ২৫ হাজার জানঔষধি কেন্দ্র খুলবে — ভারত সরকার

10. সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাংবাদিকফারুক নাজকি

11. উত্তরাখণ্ডের বিধানসভায় পাশ হল — ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ