প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২৩ | আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023: বর্তমানে ২০২৩ সালের যেকোনো সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর এই পোস্ট থেকে জানতে পারবেন। প্রতিযোগিতামূলক…

Published By: Exam Bangla | Published On:

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023: বর্তমানে ২০২৩ সালের যেকোনো সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর এই পোস্ট থেকে জানতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে চাকরিপ্রার্থীদের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স –এর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য Team Exam Bangla -এর তরফ থেকে 2023 সালের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স -এর প্রশ্ন-উত্তর গুলি নিয়মিত ধারাবাহিকভাবে আপডেট করা হয় এই পোস্টে।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩
Category বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023
Question Type One Liner
Last Update25/08/2023
PublisherExam Bangla Publication

প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনা গুলি Team Exam Bangla নিয়মিতভাবে এই পোস্টে উপস্থাপন করে। গুরুত্বপূর্ণ তথ্যের যথার্থতা যাচাই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তার গুরুত্ব বিচার করে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হচ্ছে এই পোস্টে।

পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স 

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য যেকোনো চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। ExamBangla.com -এর পাতায় প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স -এর যে আপডেট প্রকাশিত হয় তার মধ্যে পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্নোত্তর দেওয়া থাকে। যেমন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা, রাজ্যপাল, মন্ত্রীসভা, পশ্চিমবঙ্গের বিভিন্ন লেখক লেখিকা, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন আকারে উপস্থাপন করা হয়ে থাকে।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩

নীচের টেবিলে আগস্ট মাসের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হচ্ছে। প্রতিদিন এই পোস্ট আপডেট করা হয়।

আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন উত্তর
সম্প্রতি কে ইলেকশন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন?উঃ শচীন তেন্ডুলকর।
সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাবিব প্রয়াত হয়েছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?উঃ ফুটবল।
সম্প্রতি কোন রাজ্য দেশের মধ্যে সবথেকে বড়ো IT HUB নির্মাণের ঘোষণা করেছে?উঃ উত্তরপ্রদেশ।
EIU (Economist Intelligence Unit) কর্তৃক প্রকাশিত এশিয়া-প্যাসিফিকের সবচেয়ে বসবাসযোগ্য শহরের নাম কি?উঃ ভিয়েনা।
UK পার্লামেন্ট সম্প্রতি কাকে Empowered Women Icon Award -এ ভূষিত করেছেন?উঃ মাইরা গ্রোভার।
সম্প্রতি কোন দেশ চাঁদে অবতরণ করার জন্য ‘Luna-25’ মিশন লঞ্চ করেছে?উঃ রাশিয়া।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত জায়গার নাম কি?উঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
সম্প্রতি কোন রাজ্য খেলাধুলার গুরুত্ব বাড়ানোর জন্য “Khel Maharan” প্রকল্পের সূচনা করেছে?উঃ আসাম।
সম্প্রতি কোথায় সশস্ত্র সীমা বল (SSB) 54 ফুট উঁচু জাতীয় পতাকার উদ্বোধনী করেছে? উঃ শিলিগুড়ির রানীডাঙ্গা।
সম্প্রতি লোক সংগীতশিল্পী গুম্মদি ভিত্তল প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন? উঃ তেলেঙ্গানা।
National Handloom Day কবে উদযাপন করা হয়? উঃ 7 আগস্ট।
সম্প্রতি FEDA (federation of Economic Development Association) কোথায় এডুকেশন সামিট ও কনফারেন্স 2023 -এর আয়োজন করেছে? উঃ দুবাই।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাম্প্রতি কোথায় ‘UNMESHA’ ‘UTKARSH’ উৎসবের উদ্বোধন করেছেন? উঃ ভোপাল।
সম্প্রতি কে ভারতে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি MRI স্ক্যানার লঞ্চ করেছেন? উঃ ডক্টর জিতেন্দ্র।
সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম বায়ুকল স্থাপন করেছে? উঃ চীন।

Bangla Current Affairs PDF: Download Now

এই পোস্টটিতে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সুন্দরভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে টেবিল ফরমেটে আপডেট করা হলো। যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ তাই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে।

join Telegram

Daily Current Affairs in Bengali

Exam Bangla Publication publish daily current affairs for you in Bengali. Everyday we share most important daily bangla current affairs to help job aspirants. For every examination our selected current affairs are very much important and in previous years examinations lot of questions were common. So, you can follow our @exambangla site to be updated.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career