রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন ক্রম সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- ক্লার্ক।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।
প্রার্থীর যোগ্যতা- প্রার্থীকে Government Retirement হতে হবে। এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে নাইট গার্ড পদে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের কোনরকম আলাদাভাবে আবেদন করতে হবে না। নিচের দেওয়া লিংকে ক্লিক অফিসিয়াল আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- the Office Chamber of Additional of District Magistrate, District Magistrate Office, Darjeeling.
ইন্টারভিউয়ের তারিখ- ৮ সেপ্টেম্বর ২০২২, সকাল ১১:৩০ টা। এবং প্রার্থীকে এক ঘন্টার আগে রিপোর্ট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) পেনশন পেমেন্ট অর্ডার কপি।
২) পাসপোর্ট সাইজের ছবি।
৩) রেসিডেন্টাল সার্টিফিকেট।
৪) ভোটার কার্ড।
৫) ক্যারেক্টার সার্টিফিকেট।
৬) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।
চাকরির খবরঃ রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here







