DDA Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর এবং সুবর্ণ সুযোগ! সম্প্রতি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় কাজ করে একটি সুরক্ষিত এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। শিক্ষাগত যোগ্যতাও রয়েছে বেশ সামান্য। তাই দেরি না করে দেখে ফেলুন আপনি এই পদগুলির জন্য যোগ্য কিনা। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা- দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)
মোট শূন্যপদ- ১৭৩২ টি
পদের নাম ও শূন্যপদ- বিজ্ঞপ্তিতে একাধিক পদের কথা উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী রয়েছে তাদের শূন্যপদ।
- ডেপুটি ডিরেক্টর- আর্কিটেক্ট (০৪)
- ডেপুটি ডিরেক্টর-পাবলিক রিলেশন (০১)
- ডেপুটি ডিরেক্টর-প্ল্যানিং (০৪)
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-প্ল্যানিং (১৯)
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-আর্কিটেক্ট (০৮)
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-ল্যান্ডস্কেপ (০১)
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সিস্টেম (০৩)
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-সিভিল (১০)
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল (০৩)
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-মিনিস্টেরিয়াল (১৫)
- লিগাল অ্যাসিস্ট্যান্ট (০৭)
- প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট (২৩)
- আর্কিটেকচুয়াল অ্যাসিস্ট্যান্ট (০৯)
- প্রোগ্রামার (০৬)
- জুনিয়র ইঞ্জিনিয়ার-সিভিল (১০৪)
- জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল (৬৭)
- সেকশনাল অফিসার-হর্টিকালচার (৭৫)
- নায়েব তেহসিলদার (০৬)
- জুনিয়র ট্রান্সলেটর-অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (০৬)
- অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার- নন-মিনিস্টেরিয়াল (০৬)
- সার্ভেয়র (০৬)
- স্টেনোগ্রাফার গ্রেড-ডি (৪৪)
- পটওয়ারি (৭৯)
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (১৯৯)
- মালি (২৮২)
- এমটিএস-নন-মিনিস্টেরিয়াল (৭৪৫)
বয়সসীমা- একাধিক পদের জন্য প্রয়োজনীয় বয়স ভিন্ন।
- পটওয়ারি: ২১ – ২৭ বছর
- সার্ভেয়ার, মালি: ১৮ – ২৫ বছর
- জুনিয়র ইঞ্জিনিয়ার: ১৮ – ২৭ বছর
- নায়েব তেহসিলদার: ২১ – ৩০ বছর
- এমটিএস এবং জেএসএ: ১৮ – ২৭ বছর
- ডেপুটি ডিরেক্টর: সর্বোচ্চ ৪০ বছর
- স্টেনোগ্রাফার গ্রেড-ডি: ১৮ – ৩০ বছর
- অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: ১৮ – ২৭ বছর
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর: সর্বোচ্চ ৩০/ ৩৫ বছর
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার: ২১ – ৩০ বছর
- বাকি অন্যান্য সকল পদের জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে
বেতনক্রম- প্রতিটি পদের বেতনক্রম সম্পূর্ণ ভিন্ন। ৭ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী নবনিযুক্ত প্রার্থীদের সংশ্লিষ্ট পদ অনুযায়ী লেভেল-১ থেকে শুরু করে লেভেল-১১ অবধি বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- আর্কিটেকচুয়াল অ্যাসিস্ট্যান্ট: আর্কিটেকচার ডিগ্রি
- লিগাল অ্যাসিস্ট্যান্ট: আইনে স্নাতক ডিগ্রি (এলএলবি) এবং ৩ বছরের অভিজ্ঞতা।
- প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট: প্ল্যানিং/ আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি।
- প্রোগ্রামার: এমসিএ/ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইন্জিনিয়ার / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বি.টেক, এবং ১ বছরের অভিজ্ঞতা।
- সার্ভেয়ার: সার্ভেয়িংয়ে ডিপ্লোমা/ আইটিআই সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা।
- নায়েব তেহসিলদার: ন্যূনতম ৫০% নম্বরসহ যেকোনো বিষয়ে স্নাতক।
- জুনিয়র ইঞ্জিনিয়ার: সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
- ডেপুটি ডিরেক্টর: প্রয়োজনীয় অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি।
- অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর: প্রয়োজনীয় অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি।
- পটওয়ারি: যেকোনো বিষয়ে স্নাতক।
- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: ইংরেজিতে ৩৫ শব্দ প্রতি মিনিট/ হিন্দিতে ৩০ শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিডসহ দ্বাদশ শ্রেণী পাস।
- অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: যেকোনো বিষয়ে স্নাতক।
- সেকশনাল অফিসার (হর্টিকালচার): হর্টিকালচার/ এগ্রিকালচার/ ফরেস্ট্রি -তে ডিগ্রি।
- জুনিয়র ট্রান্সলেটর: হিন্দি/ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিসহ ট্রান্সলেশন -এ ডিপ্লোমা অথবা ২ বছরের অভিজ্ঞতা।
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার: সিভিল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ ডিগ্রি।
- স্টেনোগ্রাফার গ্রেড-ডি: দ্বাদশ শ্রেণী পাশ। ডিক্টেশন: ১০ মিনিটে ইংরেজি / হিন্দি শব্দ প্রতি মিনিটে ৮০ টি। ট্রান্সক্রিপশন: মিনিটে ৫০ টি ইংরেজি এবং মিনিটে ৬৫ টি হিন্দি শব্দ। টাইপিং: প্রতি মিনিটে ইংরেজি ৪০ শব্দ/ হিন্দি ৩৫ শব্দ।
- মালি: মাধ্যমিক পাশ।
- মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস): মাধ্যমিক পাশ।
গুরুত্বপূর্ণ তারিখ-
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ০৫.১১.২০২৫
- আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৫.১১.২০২৫
- অনলাইন সিবিটি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী: ডিসেম্বর-জানুয়ারী।
চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন মূল্য- জেনারেল/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২৫০০ টাকা।
পিবডব্লিউবিডি/ ট্রান্সজেন্ডার/ প্রাক্তন সেনাকর্মী/ মহিলা প্রার্থী এবং এসসি ও এসটি প্রার্থীদের জন্য ১৫০০ টাকা। প্রয়োজনীয় ব্যাংক চার্জ কেটে নেওয়ার পর শুধুমাত্র অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের দেওয়া অ্যাকাউন্টের বিবরণে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ফি ফেরত দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া- সিবিটি পরীক্ষা (স্টেজ-১) এবং সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া- যোগ্য আবেদনকারীদের এই কয়েকটি ধাপে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে।
১. প্রার্থীদের www.dda.gov.in ওয়েবসাইটে গিয়ে Jobs & Internship → View All → Latest Jobs → Job Category → Direct Recruitment 2025 অপশনে ক্লিক করতে হবে।
২. প্রদত্ত নির্দেশনাগুলি ভালোভাবে পড়ে ‘I Agree’ চেকবক্সে টিক দিয়ে ‘Start’ বাটনে ক্লিক করতে হবে।
৩. প্রথমে নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে Sign Up করতে হবে।
৪. ওটিপি (OTP) ও লগইন তথ্য ইমেল ও মোবাইলে পাঠানো হবে, তাই তথ্য সঠিকভাবে দিতে হবে।
৫. লগইন করার পর ফর্মে নিজের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
৬. ‘Preview’ অপশনে গিয়ে সব তথ্য ঠিক আছে কিনা যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ইমেল, মোবাইল নম্বর, নাম ও পোস্ট পরিবর্তন করা যাবে না।
৭. সফলভাবে আবেদন করার পর সিস্টেম থেকে জেনারেট হওয়া রেজিস্ট্রেশন নম্বরসহ ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.