CSIR NET: জুন ও ডিসেম্বরের পর্বকে একসাথে আয়োজনের সিদ্ধান্ত! জেনে নিন বিস্তারিত

CSIR NET

CSIR NET: সিএসআইআর নেট এর ডিসেম্বর ও জুন এই দুই পর্বের পৃথক পরীক্ষাকে একবারে জুন মাসে আয়োজনের সিদ্ধান্ত নিল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। পরীক্ষার আয়োজন করবে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। সম্প্রতি এ বিষয়ে ট্যুইট করে জানায় সিএসআইআর-এর মানবসম্পদ উন্নয়ন বিভাগ।

সিএসআইআর নেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতিবার এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এই পরীক্ষাটি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়। সাধারণত জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জন অথবা অ্যাসিস্টেন্ট প্রফেসর পদে নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। পরীক্ষাটি হয় কম্পিউটার ভিত্তিক। বিগত বছরে গণিত, রসায়ন, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূ-বিজ্ঞান বিষয়ে দেশের ২২৫ টি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হয়েছিল পরীক্ষাটি।

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ চলছে 

FB Join

প্রসঙ্গত, প্রতি বছর ছয় মাস অন্তর অর্থাৎ ডিসেম্বর ও জুন মাসে সংশ্লিষ্ট পরীক্ষাটি আয়োজিত হয়ে আসছিল। তবে এবার সেই নিয়মে বদল আনা হচ্ছে। সম্প্রতি জানানো হয়েছে, বছরে দুবার আয়োজনের পরিবর্তে সম্ভবত মে-জুন মাস নাগাদ একসাথে দুটি পর্বের পরীক্ষার আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সেরা 10 টি চাকরির খবর দেখে নিন