রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য চলে এলো দুর্দান্ত সুখবর! সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। রাজ্য সরকারের এই পদটিতে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ হওয়ার সুযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের কাছে।
এই চাকরির যাবতীয় বিবরণ অর্থাৎ, পদের নাম, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয়ই জেনে নিতে অবশ্যই এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত পড়ে নিন।
পদের নাম- ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদের সংখ্যা- ২টি
কর্মস্থল- ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল
[quads id=10]
প্রয়োজনীয় যোগ্যতা
১) ইচ্ছুক প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে যেকোনো বিষয়ের স্নাতক পাস চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২) এর পাশাপাশি যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের টেকনিক্যাল কোর্স, সার্টিফিকেট বা ডিগ্রী থাকতে হবে।
৩) এই পদে আবেদনের পূর্বে অবশ্যই ন্যূনতম ২ থেকে ৩ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি মনোযোগ সহকারে পড়ে তবে আবেদন করবেন।
চাকরির খবরঃ রাজ্যের প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখুন
[quads id=10]
৪) আবেদনকারীর অবশ্যই MS Office এবং Database সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৫) চাকরিপ্রার্থীদের বাংলা এবং ইংরেজিতে দক্ষ হতে হবে।
৬) ০১/০১/২০২৪ এই তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতনের পরিমাণ- এক্ষেত্রে যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগের পর প্রতি মাসে ১৬,০০০/- টাকা বেতন হিসাবে প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি- প্রতিটি ইচ্ছুক আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে https://www.dhgmc.edu.in/recruitment এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি যথাযথ তথ্যের সঙ্গে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে জমা করতে হবে।
আবেদনের সময়সীমা- ১২/১২/২০২৪ তারিখ থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু করে দিয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। আবেদন গ্রহণ চলবে ২২/১২/২০২৪ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি স্কিল টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করেও নম্বর প্রদান করা হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো রেলে আবেদনের সুযোগ
[quads id=10]
গুরুত্বপূর্ণ নথিপত্র
১) আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড
২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৩) বিভিন্ন পূর্বঅভিজ্ঞতার সার্টিফিকেট
৪) জন্মের সার্টিফিকেট
৫) আবেদনকারীর টেকনিক্যাল কোর্সের সার্টিফিকেট ইত্যাদি
গুরুত্বপূর্ণ তথ্য- এই পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ। এক্ষেত্রে মোট এক বছরের জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। কাজের এক বছর সম্পূর্ণ হলে পরবর্তী সময়ে এই সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।
Official Notification: Download Now
Daily Job Update: Click Here






