শিক্ষার খবর

ডাক্তারিতে চালু হতে চলেছে ডিপ্লোমা কোর্স! ১৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়লো স্বাস্থ্যভবন

Advertisement

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স চালু করা হোক। যেভাবে ক্রমাগত হাসপাতাল ও রুগির সংখ্যা বাড়ছে সেখানে ডাক্তারের অভাব কমাতে ডিপ্লোমা পাশদের অরিজিনাল ডাক্তারদের পাশাপাশি কাজ করানোর কথা বলেন তিনি। এ বিষয়ে খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার নির্দেশ মাফিক পনেরো সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়লো স্বাস্থ্যভবন।

সূত্রের খবর, এই পনেরো সদস্যের বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে থাকবেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। এছাড়া থাকবেন আইএমএ এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রতিনিধিরা। এই বিশেষজ্ঞ কমিটির কাজ হবে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে রাজ্য সরকারের পরিকল্পনা মাফিক তিন বছরের ক্লাসরুম ও প্র্যাকটিকাল ট্রেনিং প্রোগ্রামের জন্য সমস্ত দিকগুলি খতিয়ে দেখা। সমস্ত দিক বিবেচনা করে এই কমিটি আগামী তিরিশ দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবে। তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ জেলা দপ্তরে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বলেছিলেন এই ডিপ্লোমা কোর্স চালু হলে প্রচুর পড়ুয়ারা সেখানে সুযোগ পাবেন। হাসপাতালগুলির সেমিনার হল বা সরকারি কোনো কনভেনশন সেন্টারে এই প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তাঁদের। এই ডিপ্লোমা পাশ ডাক্তারদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তবে, মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরুদ্ধাচরণ করেন বেশ কিছু জন। এদিকে, নির্দেশ মিলতেই তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করলো স্বাস্থ্যভবন।

ডাক্তারিতে চালু হতে চলেছে ডিপ্লোমা কোর্স

Related Articles