কোর্টে বিভিন্ন পদে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পিওন/ ডাক পিওন/ অডারলি, চৌকিদার, সুইপার/ সাফাই কর্মচারী, প্রসেস সার্ভার সহ বিভিন্ন পদে। মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এইসব পদগুলির জন্য। মোট শূন্যপদ 417 টি। আবেদনে আগ্রহী হলে সম্পূর্ণ পোষ্টটি অবশ্যই পড়বেন। আজকের পোস্টে সম্পূর্ণ আবেদন পদ্ধতি জানানো হবে। District Court Group- D Recruitment 2021.
এক নজরে
কোর্টে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
Post Name & Vacancy
Peon/ Orderly/ Dak Peon
In the office of Principal District and Session Judge- Post Code: A- 5 (a)
পিওন/ অডারলি/ ডাক পিওন পদে মোট শূন্যপদ 276 টি (UR- 111, EWS- 28, SC- 41, ST- 21, OBC- 75)। এদের মধ্যে PWD- 11, ESM- 28.
আরও পড়ুন: রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
[quads id=10]
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি
In the office of Principal Judge, Family Courts- Post Code: A- 5 (a)
পিওন/ অডারলি/ ডাক পিওন পদে মোট শূন্যপদ 4 টি (SC- 2, ST- 1, OBC- 1)। এদের মধ্যে PWD- 1.
Chowkidar
Post Code: A- 5 (b)
চৌকিদার পদে মোট শূন্যপদ 33 টি (UR- 14, EWS- 3, SC- 5, ST- 2, OBC- 9)। এদের মধ্যে ESM- 3.
Sweeper/ Safai Karmachari
Post Code: A- 5 (c)
সুইপার বা সাফাই কর্মচারী পদে মোট শূন্যপদ 23 টি (UR- 10, EWS- 2, SC- 3, ST- 2, OBC- 6)। এদের মধ্যে PWD- 1, ESM- 2.
Process Server
In the office of Principal District and Sessions Judge- Post Code: A- 6
প্রসেস সার্ভার পদে মোট শূন্যপদ 74 টি (UR- 30, EWS- 7, SC- 11, ST- 6, OBC- 20)। এদের মধ্যে PWD- 3, ESM- 7.
আরও পড়ুন: রাজ্যে ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
[quads id=10]
January Month Current Affairs Free PDF
In the office of Principal Judge, Family Courts- Post Code: A- 6
মোট শূন্যপদ 7 টি (UR- 5, SC- 1, OBC- 1)।
Age Limit (As on 1 January 2021)
উপরোক্ত গ্রুপ-ডি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। SC/ ST, OBC এবং PWD শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে 5 বছর, 3 বছর এবং 10 বছরের বয়সে ছাড় পাবেন। পাশাপাশি Ex-servicemen প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
Qualification
[quads id=10]
পিওন/ অডারলি/ ডাক পিওন, চৌকিদার, সুইপার/ সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা সমতুল। এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল, সঙ্গে LMV Driving Licence থাকতে হবে। এবং দু’বছরের ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
Selection Process
নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা (MCQ type) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পিওন/ অডারলি/ ডাক পিওন, চৌকিদার, সুইপার/ সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা (Objective type) ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পাশাপাশি প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা (Objective type), Driving Test ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। সময়সীমা 120 মিনিট। প্রশ্নের সংখ্যা 100 টি। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। নেগেটিভ মার্কিং 0.25
Application Process
আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। অনলাইনে আবেদন করা যাবে 7 ফেব্রুয়ারি সকাল 10 টা থেকে 21 ফেব্রুয়ারি বিকেল 5 টা পর্যন্ত।
Application Fee
অনলাইনে আবেদন করার সময় GEN/ OBC প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 500 টাকা। এবং SC/ ST/ PWD/ ESM/ EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 250 টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে Net Banking/ Debit Card/ UPI -এর মাধ্যমে।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন 👇👇👇
[quads id=10]
অনলাইনে আবেদন করুন 👇👇👇







