মাধ্যমিক পাশে বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করছে DRDO। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেন্দ্রের অ্যাপেন্টিস আইন অনুসারে কুড়িজন চাকরির প্রার্থীকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে মাধ্যমিক পাশে চাকরিতে আছে না আবেদন জানাতে পারবেন। তবে এই পদের আবেদন জানানোর জন্য নিয়োগের সঠিক পদ্ধতি জানতে হবে চাকরিপ্রার্থীদের। কোন কোন যোগ্যতায় কোন কোন পদে আবেদন জানানো হবে? প্রতি মাসে বেতন কত পাবেন? মাসিক বেতন কত দেওয়া হবে? কিভাবে আবেদন করতে হবে? কিভাবে নিয়োগ হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
- ITI ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনি- মেশিনিস্ট, ফিটার ও ইলেকট্রিশিয়ান।
মোট শূন্য পদের সংখ্যা- ২০ টি।
বয়স সীমা- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস বা ট্রেড অ্যাপ্রেন্টিস যেকোনো পদেই আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। প্রতিটি পদেই সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। ৩১/০৭/২০২৫ তারিখ অনুসারে চাকরি প্রার্থীদের বয়সের হিসাব করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে। অপরদিকে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল ট্রেনিং এর নির্দিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। প্রতি ক্ষেত্রেই উচ্চতর যোগ্যতার চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন না।
চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ
স্টাইপেন্ড এর পরিমাণ- ডিপ্লোমা শিক্ষানবিশ পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ৮০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
নিয়োগ পদ্ধতি- প্রতিটি ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের একাডেমিক যোগ্যতার উপর নির্ভর করে যোগ্য চাকরি প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপর কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে DRDO কর্তৃপক্ষ।
চাকরির খবরঃ ৩৬১ শূন্য পদে NHPC তে নিয়োগের সুযোগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন পদ্ধতি- কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে, সবার প্রথমে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য https://nats.education.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দেশ সময়ের আগেই তাকে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপরে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এসে সম্পূর্ণ আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে হাতে কলমে পূরণ করতে হবে এবং সংস্থার ঠিকানায় স্পীড পোষ্টের মাধ্যমে জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ সমস্ত নথিপত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
- আবেদনকারীর মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট,
- ডিপ্লোম/ITI যোগ্যতার সমস্ত সেমিস্টারের মার্কশিট ও সার্টিফিকেট,
- কাস্ট সার্টিফিকেট,
- PWD সার্টিফিকেট,
- সরকার দ্বারা প্রদত্ত পরিচয় পত্র,
- EWS সার্টিফিকেট,
- দুটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
আবেদন পত্র জমা করার ঠিকানা- The Centre Head, Defence Institute of Biodefence Technologies, DRDO, Ministry of Defence, Siddarthanagar, Mysore -570011
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.