DRDO Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর! দেশের শীর্ষস্থানীয় সংস্থা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনিও যদি একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান তাহলে এটি আপনার কাছে একটি দারুন সুযোগ। প্রতিটি পদের বেতনক্রমও আকর্ষণীয়। তাই দেরি না করে দেখে ফেলুন আপনি এই পদগুলির জন্য যোগ্য কিনা। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা- ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।
পদের নাম- শিক্ষানবিশ।
পদের নাম ও শাখা-
গ্রাজুয়েট শিক্ষানবিশ:
- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
- মেকানিক্যাল
- কম্পিউটার সায়েন্স
টেকনিশিয়ান শিক্ষানবিশ
সিভিল:
- কম্পিউটার সায়েন্স
- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
- মেকানিক্যাল
মোট শূন্যপদ- ৫০ টি
- গ্রাজুয়েট শিক্ষানবিশ (১০ টি)
- টেকনিশিয়ান শিক্ষানবিশ (৪০ টি)
চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা
বয়সসীমা- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সম্পর্কে উল্লেখ করা নেই।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের বি.টেক/ বি.ই., ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ উল্লেখিত পদের জন্য সংশ্লিষ্ট যোগ্যতা।
বেতনক্রম- নিযুক্ত প্রার্থীদের উপবৃত্তি বা স্টাইপেন্ড হিসেবে হিসেবে গ্রাজুয়েট শিক্ষানবিশদের ১২,৩০০/- টাকা এবং টেকনিশিয়ান শিক্ষানবিশদের ১০, ৯০০/- টাকা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া- বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের training.pxe@gov.in ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে-
- আবেদনকারীরা www.drdo.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবে।
- আবেদনপত্র টাইপ করে পূরণ করতে হবে।
- পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ফর্মে স্বাক্ষর করতে হবে।
- প্রয়োজনীয় যোগ্যতার মার্কশিট এবং পিডিএফ ফর্ম্যাটে রিজার্ভেশন সার্টিফিকেট সহ পূরণ করে আবেদনপত্রের স্ক্যান কপি শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
- প্রার্থীদের হাতে লেখা আবেদনপত্র বাতিল করা হবে।
- আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৯.১০.২০২৫
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ প্রক্রিয়া-
- PXE -এর সিলেকশন বোর্ড আবেদনপত্রগুলি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় যোগ্যতায় প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করবে।
- সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে যা PXE, চাঁদিপুরে অনুষ্ঠিত হবে।
- সাক্ষাৎকারের পরে, নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র ইমেলের মাধ্যমে যোগদানের চিঠি পাঠানো হবে।
অন্যান্য তথ্য-
- অফার লেটার সহ সমস্ত চিঠিপত্র কেবল ইমেলের মাধ্যমে পাঠানো করা হবে।
- প্রার্থীর দেওয়া অবৈধ/ ভুল ই-মেইল আইডির কারণে পাঠানো ই-মেইল হারিয়ে গেলে অথবা স্প্যাম/ বাল্ক মেইল ফোল্ডারে ইমেল পৌঁছে গেলে PXE এর জন্য দায়ী থাকবে না।
- ই-মেইল এ পাঠানো সমস্ত তথ্য প্রার্থীদের ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.