দীর্ঘদিন ধরে যারা চাকরি করছেন তাদের জন্য সুখবর। উত্তরবঙ্গে জেলা দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। দার্জিলিং জেলা দপ্তরে গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
[quads id=16]
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
বয়স সীমা- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১/১/২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩৫ এর মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
বেতন- মাসিক ১৬ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক ডিগ্রী থাকতে হবে। এছাড়া কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে, সেক্ষেত্রে ১ মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে। এছাড়া উইন্ডোজ সেভেন, এইট , টেন ও MS অফিসের জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুনঃ জেলা আদালতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৩২ হাজার টাকা
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। তবে darjeeling.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে ও ১৩/১/২০২৫ থেকে ৩১/১/২০২৫ এর মধ্যে ছুটির দিন বাদে আবেদন পত্রটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিলাপ করে নির্দিষ্ট জমা দিতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা- দ্যা অফিস অফ এক্সিকিউটিভ ডাইরেক্টর, এডুকেশন ডিপার্টমেন্ট, সিএমডিএম সেকশন , লুইস জুবিলি কমপ্লেক্স, দার্জিলিং অথবা অ্যাট দ্যা অফিস অফ দ্যা সাব-ইন্সপেক্টর অফ স্কুল, কার্শিয়াং সার্কেল, কার্শিয়াং ব্লক, দার্জিলিং।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১। নাগরিকত্বের প্রমাণ স্বরূপ ভোটার কার্ড অথবা আধার কার্ড দিতে হবে।
২। বয়সের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা স্কুল অ্যাডমিট কার্ড।
৩। রেসিডেন্টিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা মিউনিসিপ্যালিটি অথরিটির অথবা বিডিওর সার্টিফিকেট লাগবে।
৪। শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট।
৫। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জমা দিতে হবে।
৬। কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে, তবে দিতে হবে)
৭। আগে কাজ করার অভিজ্ঞতা থাকলে দিতে হবে।
উল্লেখ্য,প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে ও প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র থাকা খামের ভিতরে প্রয়োজনীয় পোস্টাল স্ট্যাম্প লাগানো একটি স্ব-ঠিকানার খামও সরবরাহ করতে হবে।
নিয়োগ পদ্ধতি- ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি শূন্য পদ অনুযায়ী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা নেওয়া হবে
[quads id=16]
আরও পড়ুনঃ কানাড়া ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?
কাজের জায়গা- অফিস অফ দ্যা সাব-ইন্সপেক্টর, কার্শিয়াং সার্কেল, কার্শিয়াং ব্লক, দার্জিলিং।
আবেদনের শেষ তারিখ- প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ৩১/৮/২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.






