পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)। চাকরিপ্রার্থীদের কর্মস্থল দিল্লিতে হলেও এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর একাধিক পদে আবেদনের সুযোগ থাকছে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই সুযোগ একেবারেই হাতছাড়া না করে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত।
নিয়োগকারী সংস্থা- দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)।
মোট শূন্যপদ- ৬১৫ টি।
পদের নাম এবং পদ অনুযায়ী শূন্যপদ- প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের অন্তর্গত মোট ৩৪ টি পদের কথা উল্লেখ করা হয়েছে।
- স্ট্যাটিস্টিকাল ক্লার্ক (১১),
- অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেল্থ ইন্সপেক্টর (৭৮), রাজমিস্ত্রি (৫৮),
- অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (০২),
- জুনিয়র ড্রাফটসম্যান (০৬),
- টেকনিক্যাল সুপারভাইজার-রেডিওলজি (০৯),
- বেলিফ (১৪),
- নায়েব তেহসিলদার (০১),
- অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার (০৯),
- সিনিয়র ইনভেস্টিকেটর (০৭), প্রোগ্রামার (০২),
- সার্ভেয়র (১৯),
- কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট (০১),
- অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (৯৩),
- স্টেনোগ্রাফার (০১),
- অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (০১),
- জুনিয়র কম্পিউটার অপারেটর (০১),
- চিফ অ্যাকাউন্ট্যান্ট (০১),
- অ্যাসিস্ট্যান্ট এডিটর (০১),
- সাব-এডিটর (০১),
- হেড লাইব্রেরিয়ান (০১),
- কেয়ারটেকার (১১৪),
- ফরেস্ট গার্ড (৫২),
- ট্রেনার গ্র্যাজুয়েট টিচার-স্পেশাল এডুকেশন টিচার (৩২),
- মিউজিক টিচার (০৩),
- জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল (৫০),
- ইন্সপেক্টিং অফিসার (১৬),
- সিনিয়র ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট (০৩),
- অ্যাকাউন্টেন্ট (০২),
- অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার (০২),
- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (০২),
- ইউডিসি-অ্যাকাউন্টস/ অডিটর (০৮),
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (০১) এবং
- ফার্মাসিস্ট-ইউনানি (১৩)।
বয়সসীমা- উল্লেখিত পদগুলির ক্ষেত্রে আবেদন করার জন্যে পদ অনুযায়ী একাধিক বয়সের উল্লেখ করা হয়েছে। সার্বিকভাবে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। প্রতিটি পদের জন্যে নির্ধারিত বয়স জানার জন্যে অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন। এবং উল্লেখ্য প্রতিটি পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ
বেতন- প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ৩৪ টি পদের কথা বলা হয়েছে, প্রতিটি পদের জন্যে বেতনক্রম সম্পূর্ণ আলাদা। প্রতিটি পদের গ্রুপ অনুযায়ী পে-লেভেল -এর উপর ভিত্তি করে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মোট ৩৪ টি পদের জন্যে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। উল্লেখিত পদগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী বা কোর্স -এর উল্লেখ করা হয়েছে। যেমন- সার্ভেয়র এর ক্ষেত্রে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়িং-এ ডিপ্লোমা অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এবং ২ বছরের অভিজ্ঞতা।
চাকরির খবরঃ ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ
আবেদন প্রক্রিয়া- যোগ্য ও ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড -এর অফিসিয়াল পোর্টাল dsssbonline.nic.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন মূল্য- জেনেরাল ও ওবিসি প্রার্থীদের জন্যে আবেদন মূল্য ১০০ টাকা। মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি এবং প্রাক্তন সেনা বিভাগের প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া- সার্বিকভাবে একটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) থাকবে, যার মধ্যে আবার নির্দিষ্ট পদের জন্য বিভিন্ন দক্ষতা বা ট্রেড -এর পরীক্ষা নেওয়া হবে।
চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদনের তারিখ- বিজ্ঞপ্তি অনুসারে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ আগস্ট, ২০২৫; সোমবার থেকে। এবং আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর, ২০২৫; মঙ্গলবার।
প্রতিটি পদের জন্য নির্ধারিত বয়সসীমা, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, বিশেষ অভিজ্ঞতা এবং নির্ধারিত নিয়মের পরীক্ষা ইত্যাদি বিষয়গুলি আরও পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.