দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন। Durgapur Steel Plant Recruitment 2021.
পদের নাম- নার্স (প্রফিশিয়েন্সি ট্রেনি)।
মোট শূন্যপদ- 83 টি।
বয়স- 17/05/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর ও SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছরের ছাড় পাবেন।
More Job: ফায়ারম্যান নিয়োগ চলছে
[quads id=10]
প্রশিক্ষণের সময়সীমা- ট্রেনিং হবে 18 মাস। ট্রেনিং চলাকালীন প্রতি সপ্তাহে ছয় দিন 8 ঘন্টা করে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc নার্সিং করে থাকতে হবে অথবা জেনারেল নার্সিং এ ডিপ্লোমা করে থাকতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং ইন্টার্নশিপ করে থাকলে তার সার্টিফিকেট লাগবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.sail.co.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 17 মে পর্যন্ত। তারপর সংশ্লিষ্ট নথিগুলি আপলোড করতে হবে।
[quads id=10]
More Job: ৫ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ
স্টাইপেন্ড- প্রতি মাসে 8000 টাকা দেওয়া হবে এবং সঙ্গে অন্যান্য।
পরীক্ষা পদ্ধতি- প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউর স্থান, তারিখ ও সময় অফিশিয়াল ওয়েবসাইট বা ব্যক্তিগত ই-মেইল -এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
[quads id=10]







