রাজ্যের কয়লা উত্তোলন কেন্দ্রে গ্রূপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইস্ট্রান কোল ফিল্ডের জেনারেল ম্যানেজার -এর অফিসের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে এই পদে আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে। আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- Mining Sirdar.
মোট শূন্যপদ- ৩১৩ টি (UR- ১২৭ টি, SC- ৪৬ টি, ST- ২৩ টি, OBC- ৮৩ টি, EWS- ৩০ টি)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে DGMS থেকে বৈধ মাইনিং শিকদার সার্টিফিকেট,গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং ফাস্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।
বয়স- ২০/০২/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
[quads id=10]
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীর বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। ইস্টার্ন কোয়ালফিল্ডস লিমিটেডের নিজস্ব ওয়েবসাইটে www.easterncoal.gov.in গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- Computer Based Test (CBT) পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। MCQ টাইপ প্রশ্ন হবে। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। নির্বাচিত প্রার্থীদের মেডিকেল এক্সামিনেশন হবে।

প্রয়োজনীয় নথি-
১) ইমেইল আইডি ও ফোন নম্বর।
২) স্ক্যান করা সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) স্ক্যান করা কাস্ট সার্টিফিকেট।
৪) স্ক্যান করা মাইনিং শিকদার/অভারমেন, গ্যাস টেস্টিং এবং ফার্স্ট এইড এর সার্টিফিকেট।
৫) স্ক্যান করার সম্প্রতি তোলা ফটোকপি।
৬) স্ক্যান করা কালো পেনে প্রার্থীর স্বাক্ষর।
[quads id=10]
আবেদন ফি- আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ- ১০/০৩/২০২২
আরও পড়ুনঃ
খড়গপুর আইআইটি -তে গ্রূপ-সি কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে চাকরি
ইন্ডিয়ান নেভিতে কর্মী নিয়োগ চলছে
Official Notice: Download Now
Apply Now: Registration | Login
Daily Job Update: Click Here
[quads id=10]







