শিক্ষার খবর

শিক্ষায় অভিনব পদ্ধতি বাংলায়, প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড প্রাপ্তি বাংলার!

Advertisement

অভিনব সাফল্য এলো রাজ্যে। শিক্ষার মান ও শিক্ষার পরিবেশের উন্নতির জন্য এবার বিশেষ সন্মান পেতে চলেছে বাঁকুড়া জেলা। জানা যাচ্ছে, সমগ্র শিক্ষা মিশনে এবার ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ সন্মানে ভূষিত হতে চলেছে বাঁকুড়া। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ারকে এই পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানানো হয়েছে।

সাধারণত, সমগ্র শিক্ষা মিশনে দেশের সেরা জেলাগুলিকে এই ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হয়। আর এই সন্মানই এবার আসতে চলেছে রাজ্যে। ‘প্রোমোটিং কোয়ালিটি এডুকেশন ইউথ অ্যান্ড ইক্যুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট’ ক্যাটাগরিতে সন্মান পেতে চলেছে বাঁকুড়া জেলা। সূত্রের খবর, বাঁকুড়া জেলার বেশ কয়েকটি স্কুলে অভিনব পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা বজায় ছিল। কোভিড পরিস্থিতিতেও পড়ুয়াদের শিক্ষাদানে অভিনব ব্যবস্থা নিয়েছিল বিদ্যালয়গুলি।

চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

join Telegram

এছাড়া বাঁকুড়ার বিদ্যালয়গুলিতে অঙ্ক বিষয়ে পড়ুয়াদের ভীতি কাটাতে একাধিক মডেলে শিক্ষাদানের ব্যবস্থাও করা হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে জেলার সাফল্যকে মলাটবন্দী রাখার জন্য (১২০০-১৫০০) শব্দের মধ্যে একটি লেখা চাওয়া হয়েছিল বাঁকুড়ার জেলাশাসকের কাছ থেকে। আর এই সাফল্যের কাহিনী প্রকাশ করা হয়েছে ‘কফি টেবিল বুক’ এ। ইতিমধ্যেই বাঁকুড়ার সাফল্যের কাহিনী পৌছে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

FB Join

Related Articles