চাকরির খবর

শ্রম দপ্তরে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় শ্রম দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মচারী রাজ্য বীমা নিগমের আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন গ্রূপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত হতে হবে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION RECRUITMENT 2022.

পদের নাম- মাল্টিটাস্কিং স্টাফ (MTS).
শূন্যপদের সংখ্যা- ২০৩ টি (UR- ৮২ টি, SC- ৪৯ টি, ST- ৯ টি, OBC- ৪৩ টি, EWS- ২০ টি)।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
মাসিক বেতন- ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা ধার্য করা হয়েছে।

পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক (UDC)
শূন্যপদের সংখ্যা- মোট ১১৩ টি (UR- ৫৭ টি, SC- ২৫ টি, ST- ৫ টি, OBC- ১৫ টি, EWS- ১১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে, সাথে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা।
মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন ২৫,০০০ থেকে ৮১,০০০ পর্যন্ত ধার্য করা হয়েছে।

পদের নাম- স্টেনো।
শূন্যপদের সংখ্যা- মোট ৪ টি (UR- ২ টি, SC- ১ টি, ST- ১ টি)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে প্রতি মিনিটে ৮০ টি শব্দ টাইপিং এর স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে মাসিক ২৫,০০০ থেকে ৮১,০০০ পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

চাকরির খবরঃ ব্যাংকে ক্লার্ক ও ম্যানেজার নিয়োগের আবেদন চলছে

বয়সসীমা- আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনো পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ পদে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করবেন ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি- কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই প্রার্থীদের আবেদন করতে হবে। অন্য কোনো পদ্ধতি গৃহীত হবেনা। অ্যাপ্লাই করার জন্য প্রার্থীকে www.esic.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২২।
আবেদনের ফি- SC/ST/PWD/Female Candidate/ Ex serviceman দের জন্য ২৫০ টাকা এবং বাকিদের জন্য ৫০০ টাকা আবেদনের ফিজ ধার্য করা হয়েছে।

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles