সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে প্রায়শই এই অপটিক্যাল ইলিউশনের খেলাগুলি চোখে পড়ে। কোনোও ছবিতে সংখ্যা খুঁজতে বলা হয় তো কোনোও ছবিতে শব্দ। আপনার যদি ভালো পর্যবেক্ষণ ক্ষমতা আর মনোযোগ থাকে, তবে এই খেলায় সহজেই পাশ করে যাবেন। আর যদি আপনার মনোযোগ কম থাকে তবে একবার না হলেও দুই, তিন বারের চেষ্টায় ধাঁধার সমাধান করা সম্ভব।
আজকে আপনাদের জন্য একট নতুন অপটিক্যাল ইলিউশনের টেস্ট নিয়ে আসা হয়েছে ‘Exam Bangla’-এর পাতায়। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরপর অনেকবার ‘254’ লেখা রয়েছে। এর মাঝেই কোথাও লুকিয়ে রয়েছে ‘264’ সংখ্যাটি। এবার আপনার কাজ হবে এই ‘254’-এর সারি থেকে ‘264’-সংখ্যাটিকে খুঁজে বের করা। মজার ধাঁধাটিতে অংশ নেওয়ার জন্য আপনার হাতে থাকবে ৫ সেকেন্ড সময়। আপনি পাবেন মোট তিনবার সুযোগ। আপনার সময় শুরু হল এখন থেকে।
প্রথমবারের সময় শুরু হল এখন থেকে..
১
২
৩
৪
৫

[quads id=10]
পেয়েছেন খুঁজে? যদি না পেয়ে থাকেন তবে ফের একবার ট্রাই করুন। আপনার দ্বিতীয়বারের সময় শুরু হল এখন থেকে।
দ্বিতীয়বারের সময় শুরু হল..
১
২
৩
৪
৫

এবারের যদি না খুঁজে পান তবে হতাশ হবেন না। আপনার জন্য থাকছে আরও একটা সুযোগ।
তৃতীয়বারের সময় শুরু হল..
১
২
৩
৪
৫

[quads id=10]
আশা করি আপনি ছবি থেকে খুঁজে পেয়ে গেছেন ‘264’ সংখ্যাটি। পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি যদি পেয়ে গিয়ে থাকেন তবে মানতেই হবে আপনার দৃষ্টিশক্তি উন্নত। আর যাঁরা খুঁজে পেলেন না, তাঁদের জন্য রইল একটা ছোট্ট হিন্ট। শেষ থেকে চার নম্বর কলামের মাঝামাঝি নজর দিন। দেখতে পাবেন ‘264’ সংখ্যাটি লুকিয়ে ছিল ওখানেই। তবে হ্যাঁ, আগে চেষ্টা না করে ক্লু দেখবেন না। কারণ হতে পারে সূত্র ছাড়াই আপনি করতে ফেলতে পারেন বাজিমাত।









