চাকরির খবর

বন গবেষণা ইনস্টিটিউটে ক্লার্ক, MTS, ফরেস্ট গার্ড নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Share

ভারতী সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে ক্লার্ক, ফরেস্ট গার্ড, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No- 1/FIR/ GC/2022
পদের নাম- Lower Division Clerk
মোট শূন্যপদ- ৫ টি। (UR-3, ST-1, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন– পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম- Forest Gaurd
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, EWS-1)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম- Steno Grade-II
মোট শূন্যপদ- ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

পদের নাম- Store Keeper
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, EWS-1)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছরের উপরে হতে হবে।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম- Driver Ordinary Grade
মোট শূন্যপদ- ৪ টি। (UR-2, SC-1, EWS-1)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম- Multi Tasking Staff (MTS)
মোট শূন্যপদ- ২২ টি। (UR-10, SC-5, ST-1, OBC-2, EWS-4)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.fri.icfre.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং পূরণ করা আবেদনপত্র, আবেদন ফি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ

আবেদনের শেষ তারিখ- ১৯ জানুয়ারি, ২০২৩
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

This post was last modified on December 28, 2022 10:47 am

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৮

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

58 mins ago

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত ‘স্থগিতাদেশ’ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ…

1 hour ago

উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ! পরীক্ষার্থীরা এক্ষুনি দেখে নিন

চলতি বছরে যেসব ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আগামীকাল তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে…

2 hours ago

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF | April 2024 Current Affairs PDF

এপ্রিল ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স PDF: রাজ্যের সরকারি, বেসরকারি, ব্যাঙ্কিং সহ অন্যান্য সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এপ্রিল…

6 hours ago

আগামীকাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট | এই ওয়েবসাইটে সবার প্রথম উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখুন

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। আগামীকাল দুপুর…

8 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 07 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

9 hours ago