ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন কার না থাকে! অনেক পরিশ্রম করেও সেই স্বপ্ন সফল করতে পারেন না বহু ছাত্রছাত্রী। কোনো পরিবার থেকে যদি একজন ছেলেমেয়ে ইউপিএসসি পাশ করতে পারেন, তবে সেই পরিবার ও অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা হয়ে ওঠেন তিনি। কিন্তু সম্প্রতি এমন এক নজির সামনে এসেছে যা দেখে প্রশংসায় পঞমুখ দেশবাসী। ভারত তথা বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন একই পরিবারের চার ভাইবোন। তাঁদের এই নজরকাড়া সাফল্য প্রশংসিত হচ্ছে বিভিন্ন স্তরে।
ভারতবর্ষের উত্তরপ্রদেশে বাস করেন এই কৃতী পরিবার। একসময় চার ভাইবোন ও তাঁদের বাবা, মায়ের ঠাঁই ছিল একটি দুই কামরার ঘর। কৃতী সন্তানদের বাবা ছিলেন গ্রামীণ ব্যাঙ্কে কর্মরত অনিল মিশ্র। তিনি ও তাঁর স্ত্রী শত কষ্ট সত্ত্বেও ছেলেমেয়ের পড়াশোনায় বাধা আসতে দেননি। আর ছেলেমেয়েরাও ছিলেন মেধাবী। চ্যালেঞ্জ নিতে ভয় পেতেন না তাঁরা। তাঁদের প্রত্যেকের সফলতার জার্নি এক একরকম। অনিল মিশ্রর বড় ছেলে যোগেশ মিশ্র বর্তমানে ভারতের আইএএস অফিসার পদে কর্মরত। ২০১৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। যোগেশের এক বোন ক্ষমা মিশ্র তিন বারের ব্যর্থতার পরেও হাল ছাড়েননি। চতুর্থ বারের চেষ্টায় নির্বাচিত হয়ে আইপিএস আধিকারিক রূপে নির্বাচিত হন।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ রাজ্যের
[quads id=10]
ক্ষমা ও যোগেশের আরেক বোন মাধুরী স্নাতকোত্তর পাশ করে ইউপিএসসি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঝাড়খন্ড ক্যাডারের আইএএস অফিসার হিসাবে কর্মরত হন তিনি। কৃতী তিন ভাইবোনের ছোট ভাই লোকেশ মিশ্রও ভিন্ন পথ বাছেননি। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন তিনিও। মাধুরীর পরের বছরই পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হিসেবে নির্বাচিত হন লোকেশ মিশ্র। সন্তানদের সাফল্য চোখে আনন্দাশ্রু বাবা, মায়ের। ছেলেমেয়ের সফলতায় গর্বিত তাঁরা। রাখি বন্ধন উৎসবের মাঝে ইউপিএসসি সফল ভাইবোনদের কৃতিত্ব বর্তমানে ভাইরাল সমাজ মাধ্যমে।
[quads id=10]







