পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক প্রশাসনিক এবং আইন রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে রাজ্যের সেভিক ভলেন্টিয়াররা। অথচ পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের পক্ষ থেকে এই পদে নিযুক্ত কর্মীদের অত্যন্ত কম বেতন হওয়ার কারণে একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তবে অবশেষে সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এক নতুন পদক্ষেপ গৃহীত হলো।
সাধারণত যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতেই সরকারি পুলিশে কাজের সহায়তা করার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের এই পদে নিযুক্ত কর্মীরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মাত্র ১০ হাজার টাকা রোজগার করার সুযোগ পান। এছাড়াও তাদের এই কাজটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হওয়ার কারণে কোন রকম সুযোগ-সুবিধা লাভ করতে পারে না নিযুক্ত কর্মীরা।
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই অল্প পরিমাণ রোজগারের ফলে যথেষ্ট পরিমাণে আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয় এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের। সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক নিয়ম হওয়ার কারণে কোন ব্যাংকের পক্ষ থেকে এই কর্মীদের আর্থিক সহায়তা বা ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় না। এমনকি ঋণের জন্য আবেদন জানালেও সেই আবেদন অনুমোদিত হয় না ব্যাংকের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
তবে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের আর পিছিয়ে থাকতে হবে না। তাদের সামাজিক অগ্রগতির লক্ষ্যে দৃষ্টিপাত করেছে রাজ্য সরকার। এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের ব্যাঙ্কঋণ দেওয়ার জন্য রাজ্যের পুলিশ দপ্তরের পক্ষ থেকে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে চুক্তি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই প্রকল্পের কাজ যাতে অতি দ্রুত সম্পন্ন হয়ে উপযুক্ত গ্রাহকেরা এই প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।
বর্তমানে সমগ্র রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। এরা সাধারণত পুলিশের সঙ্গে একত্রিত হয়ে রোদে জলে বৃষ্টিতে রাজ্যের আইন রক্ষার দায়িত্বভার পালন করে থাকেন। এতদিন পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের বেতন একাউন্ট সংযুক্ত থাকলেও এই ব্যাংকের পক্ষ থেকে কোনরকম ঋণ পেতে সক্ষম হতেন না সিভিক ভলেন্টিয়াররা। এই কারণে সম্প্রতি অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ বিভাগ।
আরও পড়ুনঃ গ্র্যাজুয়েশন পাশে চাকরি খুঁজছেন? ক্রেডিট অফিসার পদে লোক নিচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের বেতন অ্যাকাউন্ট পরিবর্তিত হতে চলেছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা মূল্যবান কোনো জিনিস জামানাতে রেখে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সিভিক ভলেন্টিয়ারের বেতন একাউন্ট ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।