এক নজরে
GP Birla Scholarship 2025: ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক দুর্বলতার কারণে উচ্চশিক্ষা থমকে যাবে, এমনটা বর্তমানে একেবারেই কাম্য নয়। কারণ পশ্চিমবঙ্গ সহ কেন্দ্রীয় সরকারের একাধিক উদ্যোগে বিভিন্ন স্কলারশিপ প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেয় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য হাজার হাজার টাকার স্কলারশিপ দেওয়া হচ্ছে। এই সমস্ত স্কলারশিপ গুলি তে আবেদন জানা নেই বার্ষিক সম্পূর্ণ পড়াশোনার খরচ চলে আসে ছাত্র-ছাত্রীদের হাতে। মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষার পথে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না আর্থিক অনটন। এই উদ্দেশ্যেই এবার জিপিবিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এর তরফে স্কলারশিপ এর ঘোষণা করা হলো। এই স্কলারশিপের আবেদন সম্পর্কে বিস্তারিততথ্য জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।
জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship 2025)
২০২৫ সালের যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হচ্ছেন, তারা এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এর পাশাপাশি দেওয়া হবে বই কেনার জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সমস্ত পড়াশোনার খরচই বহন করবে এই স্কলারশিপ। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি ছাত্রছাত্রীরা যদি অন্য কোন সরকারি বা বেসরকারি সংস্থার স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলেও এই স্কলারশিপ এ আবেদনের সুযোগ রয়েছে।
কত টাকার স্কলারশিপ দেওয়া হবে?
GP Birla Scholarship প্রোগ্রাম ২০২৫ এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় টিউশন ফি থেকে শুরু করে বইয়ের খরচ এমন কি হোস্টেলের খরচও বহন করা হবে। সব মিলিয়ে বার্ষিক ৫০০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন ছাত্র-ছাত্রীরা। এর পাশাপাশি প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন ৭০০০ টাকা দেওয়া হবে। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ৪ বছরের জন্য এই স্কলারশিপ পাবেন।
আরও পড়ুনঃ অনলাইন পোর্টাল চালু হতেই বিপুল আবেদন জমা
GP Birla Scholarship আবেদনের যোগ্যতা
- এই স্কলারশিপ এ একমাত্র পশ্চিমবঙ্গ বা ঝাড়খন্ড রাজ্যের বাসিন্দা মেধাবী ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন।
- আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অবশ্যই ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
- WBCHSE বা JAC বোর্ডের পড়ুয়া ছাত্রছাত্রীরা ন্যূনতম ৮৫% এবং CBSE বা ISC বোর্ডের ছাত্রছাত্রীরা ন্যূনতম ৯০% নম্বর পেলে এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।
- আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
- ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যেকোনো গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে হবে।
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
আবেদন পদ্ধতি
ছাত্র-ছাত্রীদের কাছে GP Birla Scholarship এ অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদনের সুযোগ রয়েছে।
১) অফলাইন আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন জানানোর জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে-কলমে পূরণ করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথির ফটোকপি একত্রিত করে G P Birla Educational Foundation, Calcutta Ice Skating Rink, 78, Syed Amir Ali Avenue, Kolkata 700019 -এই ঠিকানায় জমা করতে হবে।
২) অনলাইনে আবেদন পদ্ধতি- অনলাইন মাধ্যমে এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য www.gpbirlaedufoundation.com -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করে দিতে হবে।