HAL Recruitment 2025: হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL এর তরফে আবারো বিভিন্ন প্রযুক্তিগত পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে ডিপ্লোমা যোগ্যতাতে একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? পদ অনুসারে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন জানাতে হবে? মাসিক বেতন কত হবে? নিয়োগ পদ্ধতি কেমন রাখা হয়েছে? সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেয়ে যাবেন আজকের প্রতিবেদন থেকে। EXAM BANGLA পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বরাবরই চাকরি এবং শিক্ষাগত বিভিন্ন আপডেট সঠিকভাবে বর্ণনা করে থাকে। তাই অবশ্যই আগ্রহী চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদন থেকে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য সঠিকভাবে বুঝে নিন।
নিয়োগ কারী সংস্থা- হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড বা HAL।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে-
- এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান (এডিওনিক্স),
- এয়ারক্রাফট টেকনিশিয়ান (এয়ার ফ্রেম),
- এয়ারক্রাফট টেকনিশিয়ান (ইঞ্জিন),
- এয়ারক্রাফট টেকনিশিয়ান (এয়ার ফ্রেম গ্রুপ ডি)।
মোট শূন্য পদ- ৬টি।
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা-
১) এভিওনিক্স বিভাগের এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে আবেদন জানানোর জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও এর সমতুল্য যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই পদের ক্ষেত্রে তিন বছরের পেশাগত অভিজ্ঞতার প্রয়োজন হবে।
২) এয়ার ফ্রেম এবং ইঞ্জিন বিভাগের এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই যোগ্যতার সমতুল্য যোগ্যতা থাকলেও আবেদন জানানো যাবে তবে এই ক্ষেত্রেও ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
৩) এয়ার ফ্রেম গ্রুপ ডি এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে আবেদনের জন্য কোন রকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা চাকরির প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
৪) উল্লেখিত পদগুলির জন্য অনভিজ্ঞ এবং অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন।
৫) প্রতি ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের ডিপ্লোমা ডিগ্রীর ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ অথবা তার বেশি নম্বর এর সাথে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে তপশিলি জাতির উপজাতি অথবা বিশেষভাবে শারীরিক সক্ষম চাকরিপ্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ অথবা তার বেশি নম্বর থাকতে হবে।
চাকরির খবরঃ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে কাজের সুযোগ
বয়স সীমা- অনভিজ্ঞ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে ৩০/০৯/২০২৫ তারিখ অনুসারে সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- নিযুক্ত কর্মীদের ন্যূনতম ২৩ হাজার টাকা বেতন হবে। এক্ষেত্রে অতিরিক্ত সুযোগ সুবিধা এবং মূল বেতন মিলিয়ে মোট প্রায় ৪৯,৭৩৪ টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মীরা।
চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- উল্লেখিত পদের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে যে, এই পদগুলিতে সর্বোচ্চ চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে। প্রতিক্ষেত্রেই অফলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- আবেদনের আগ্রহী চাকরি প্রার্থীদের সম্পূর্ণরূপে অফলাইনে আবেদন জানাতে হবে। এই ক্ষেত্রে https://hal-india.co.in/ এ দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করে A-4 সাইজ পাতায় প্রিন্ট করিয়ে নিতে হবে। তার সাথে অবশ্যই প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র বলে দেওয়া নিয়ম মেনে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা হয়ে গেলে বলে দেওয়া পদ্ধতি মেনে গুরুত্বপূর্ণ নথি গুলি admin.ohl@hal-india.co.in -এই ইমেইল আইডিতে ২৬/০৯/২০২৫ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা- The Deputy General Manager (HR), HR Department, Overhaul Division, Bangalore Complex, Hindustan Aeronautics Limited, Post Bag No.1786, Bangalore – 560 017.
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.