HAL Recruitment 2025: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর তরফে মাধ্যমিক যোগ্যতায় বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি এই বিষয়ে একটি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার তরফে। যেখানে এপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসেবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। আগস্ট মাসের শুরুতেই ইন্টারভিউয়ের তারিখ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
নিয়োগকারী সংস্থা- হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)।
শিক্ষানবিশ শাখা এবং ইন্টারভিউ এর তারিখ-
- স্নাতক (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)
১১ আগস্ট, ২০২৫ (সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা)। - ডিপ্লোমা (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আইটি, কম্প.এসসি ও ইঞ্জিনিয়ারিং)
১২ আগস্ট, ২০২৫, (সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা)। - আইটিআই (ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফাউন্ড্রিম্যান, ফোরজার এবং হিট ট্রিটার)
১৩ আগস্ট, ২০২৫, (সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা)।
ইন্টারভিউ এর স্থান- https://maps.app.goo.gl/t9v3vEzdtTrSHLXL9
চাকরির খবরঃ রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে রেগুলার এবং ফুলটাইম ডিগ্রী/ ডিপ্লোমা/ আইটিআই বা দশম শ্রেণী পাস করে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা-
- যে সমস্ত প্রার্থী NATS/ NAPS – এর অন্তর্গত অন্য কোথাও শিক্ষানবিশ পদে ইতিমধ্যেই প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা আবেদন করতে পারবেন না।
- এক বা একাধিক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
- আবেদনকারীকে ২০২১ সাল বা তার পরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
চাকরির খবরঃ দশম পাশে নৌবাহিনীতে অ্যাপ্রেন্টিস নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
বয়সসীমা- আইটিআই শিক্ষানবিশদের জন্য জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ১৩.০৮.২০২৫ তারিখ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ২৩ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া- আইটিআই প্রার্থীদের জন্য কোয়ালিফাইং পরীক্ষার ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। পাশাপাশি দশম শ্রেণীর ৭০ শতাংশ এবং আইটিআই -এর ৩০ শতাংশ মার্কস বিবেচনা করা হবে । গ্রাজুয়েট এবং ডিপ্লোমা প্রার্থীদের জন্য কোয়ালিফাই পরীক্ষার মানের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। সরকারি অথবা কোম্পানি শিক্ষানবিশ আইন অনুযায়ী সংরক্ষিত আসনগুলি পূরণ হবে।মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইমেলের মাধ্যমে ডাকা হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.