রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাইমারি ও হাই স্কুলে এই শিক্ষক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ -এর মাধ্যমে। দেখে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি।
পদের নাম- PGT (Post Graduate Teacher)
বিষয়ঃ ইংরেজি, হিন্দী, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, জীব বিদ্যা, অংক, কম্পিউটার সাইন্স, কমার্স, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও ইকোনমিক্স।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সঙ্গে B.Ed পাস করে থাকতে হবে।
পদের নাম- TGT (Trained Graduate Teacher)
বিষয়ঃ ইংরেজি, হিন্দি, সংস্কৃত, বিজ্ঞান, অংক ও সমাজবিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে B.Ed পাস করে থাকতে হবে।
[quads id=10]
পদের নাম- প্রাইমারি শিক্ষক (PRT)
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে। এবং CTET পাশ সার্টিফিকেট থাকতে হবে।
পদের নাম- Yoga Instructor (ব্যায়াম শিক্ষক)।
শিক্ষাগত যোগ্যতা- Graduate in any discipline with degree/Diploma in Yoga from a recognised university.
পদের নাম- Dance Coach.
শিক্ষাগত যোগ্যতা- Diploma/Degree in concerned field of specialisation.
পদের নাম- Nurse.
শিক্ষাগত যোগ্যতা- Diploma in Nursing / B.Sc. in Nursing from a recognised university.
পদের নাম- Counsellor.
শিক্ষাগত যোগ্যতা- B.A./B.Sc.(Psychology) with certificate of diploma in counselling.
বয়সসীমাঃ
পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার সহ অন্যান্য পদ গুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
[quads id=10]
আবেদন পদ্ধতিঃ
এইসব পদের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং আরও অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। ইন্টারভিউ হবে হাসিমারা কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসে।
আবশ্যিক যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই হিন্দি ও ইংরেজি বিষয়ে দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটার জানতে হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ
PGT এবং TGT এর জন্য ইন্টারভিউ তারিখ ০২/০৯/২০২১ সকাল ৮ টার সময়। PRT, যোগা, নাচ, কাউন্সিলর, নার্স এই সমস্ত পদের জন্য ইন্টারভিউ এর তারিখ ০৩/০৯/২০২১ সকাল টার সময়।
ইন্টারভিউয়ের স্থানঃ KENDRIYA VIDYALAYA HASIMARA, Air Force Station, Hasimara, Alipurduar (W B)-735215.
যোগাযোগঃ Email-principalhasimara@gmail.com
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here
[quads id=10]






