HBCH & RC Recruitment: হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র (HBCH & RC) -এর তরফে সম্প্রতি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ -এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউ নির্দিষ্ট তারিখ এবং সময়ে হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উপলব্ধ পদগুলির জন্য আকর্ষণীয় বেতনক্রম রাখা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে রাঁধুনি সহ বিভিন্ন পদের আবেদনের সুযোগ পাবেন যোগ্য চাকরি প্রার্থীরা। আপনি এই পদগুলিতে আবেদন করার জন্যে যোগ্য কিনা, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা- হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র (HBCH & RC)।
১. অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এইচআরডি:
- শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা স্বনামধন্য ইনস্টিটিউট থেকে পার্সোনাল ম্যানেজমেন্ট/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ হেলথকেয়ার মানেজমেন্ট -এ ডিপ্লোমা।
- পূর্ব অভিজ্ঞতা- অ্যাডমিনিস্ট্রেশন/ এস্টাবলিস্টমেন্ট মেটার/ রিক্রুটমেন্ট -এ ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি পদ্ধতি সম্পর্কে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা- ওয়াক-ইন-ইন্টারভিউ -এর তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছর।
- বেতনক্রম- ২৫,৫০৬/- টাকা থেকে ৩০,০০০/- টাকা পর্যন্ত।
- মোট শূন্যপদ- ০১ টি।
- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ- ৩০.০৯.২০২৫; মঙ্গলবার।
২. পাবলিক রিলেশন অফিসার:
- শিক্ষাগত যোগ্যতা- সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাবলিক রিলেশন-এ এক বছরের ডিপ্লোমা সহ যেকোনো বিষয়ে স্নাতক।
- পূর্ব অভিজ্ঞতা- প্রতিবেদন লেখা, গণমাধ্যমের সাথে মিথস্ক্রিয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট, এজেন্সির সাথে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে পাবলিক রিলেশন-এ ০৫ বছরের অভিজ্ঞতা।
- বয়সসীমা- ওয়াক-ইন-ইন্টারভিউ -এর তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছর।
- বেতনক্রম- ৩০,০০০/- টাকা।
- মোট শূন্যপদ- ০১ টি।
- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ- ০৬.১০.২০২৫; সোমবার।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?
৩. হাউসকিপিং সুপারভাইজার:
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ (হোটেল ম্যানেজমেন্ট) বিষয়ে বি.এসসি /স্নাতক এবং সমমানের যেকোনো কোর্স।
- পূর্ব অভিজ্ঞতা- সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা- ওয়াক-ইন-ইন্টারভিউ -এর তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর।
- বেতনক্রম- ২৫,৫০৬/- টাকা।
- মোট শূন্যপদ- ০২ টি।
- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ- ০৭.১০.২০২৫; মঙ্গলবার।
৪. ক্লার্ক কাম টেলিফোন অপারেটর:
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিফোন অপারেটর কোর্সসহ স্নাতক এবং চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- অভিজ্ঞতা- কোনো সুপরিচিত ইনস্টিটিউট/ হাসপাতালে এক্সচেঞ্জ বোর্ড পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা। ইংরেজি এবং হিন্দিতে কথোপকথনের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা- ওয়াক-ইন-ইন্টারভিউ -এর তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ২৭ বছর।
- বেতনক্রম- ২৩,২১৮/- টাকা।
- মোট শূন্যপদ- ০১ টি।
- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ- ০৮.১০.২০২৫; বুধবার।
৫. কিচেন সুপারভাইজার:
- শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং টেকনোলজিতে ডিগ্রি/ স্নাতক এবং সমমানের যেকোনো কোর্স।
- অভিজ্ঞতা- স্বনামধন্য হাসপাতাল বা বৃহৎ প্রাতিষ্ঠানিক ক্যান্টিনে ০১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা- ওয়াক-ইন-ইন্টারভিউ -এর তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর।
- বেতনক্রম- ২৩,২১৮/- টাকা।
- মোট শূন্যপদ- ০১ টি।
- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ- ০৯.১০.২০২৫; বৃহস্পতিবার।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
৬. কুক:
- শিক্ষাগত যোগ্যতা- ১০ম শ্রেণী পাশ এবং ফুড প্রোডাকশন, বেকারি অথবা কুকারি -তে বাধ্যতামূলক সার্টিফাইড ক্রাফট কোর্স।
- অভিজ্ঞতা- ৩ বা ৫ তারা হোটেলে খাদ্য উৎপাদনে শিক্ষানবিশ পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
- বয়সসীমা- ওয়াক-ইন-ইন্টারভিউ -এর তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ২৭ বছর।
- বেতনক্রম- ২৩,২১৮/- টাকা।
- মোট শূন্যপদ- ০২ টি।
- ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ- ১০.১০.২০২৫; শুক্রবার।
অন্যান্য তথ্য- কোনো কোনো পদের ক্ষেত্রে যোগ্য এবং মেধাবী প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া যেতে পারে পাশাপাশি, প্রতিটি পদের ক্ষত্রে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পারিশ্রমিক দেওয়া যেতে পারে। সকল বহিরাগত প্রার্থীদের থাকার ব্যবস্থা নিজেদের ঠিক করতে হবে।
আবেদন ও নিয়োগ সম্পর্কিত তথ্য- যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস, উমানগর, মুজাফফরপুর (বিহার) – ৮৪২০০৪ -এ ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীদের তাদের বায়ো-ডাটা, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, আধার কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সংশাপত্রের মূল কপি এবং এক সেট স্ব-প্রত্যয়িত কপি আনতে হবে। আবেদনকারীর সংখ্যা খুব বেশি হলে প্রথমে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.