এক নজরে
HDFC Scholarship 2025: ভারতবর্ষের মেধাবী দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তার জন্য শুরু হল নতুন এক স্কলারশিপ প্রকল্প। দেশ যখন পরিবর্তনের আশায় বুক বাঁধছে, ঠিক তখনই দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এইচডিএফসি ব্যাঙ্ক শুরু করল পরিবর্তন স্কলারশিপ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এ আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি পেশাগত কোর্সের যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন, তারাও আবেদন জানাতে পারবেন HDFC পরিবর্তন স্কলারশিপ এ।
HDFC Scholarship 2025-26
ভারতবর্ষের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC এবার ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের দরিদ্র ও অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রকল্প শুরু করেছে এইচডিএফসি ব্যাংক। যেকোনো ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট পরিমাণে খরচ হয়ে থাকে। তবে অনেক সময়ই পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন থাকলেও তা পূরণ হওয়া সম্ভব হয় না। সেই কারণেই পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক দিক থেকে সহায়তা করার উদ্দেশ্যে এবার আবেদন শুরু হয়েছে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপে।
HDFC Scholarship 2025 আবেদনের যোগ্যতা
- এইচডিএফসি ব্যাংকের পরিবর্তন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে অবশ্যই প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অব্দি অথবা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হবে।
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই পরবর্তী পড়াশোনার জন্য ভর্তি হয়ে গিয়েছেন, তারা এবার এই স্কলারশিপের আবেদন জানাতে পারবেন।
- HDFC Scholarship 2025 এ আবেদন জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে পাস করতে হবে।
- এক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের নিচে হতে হবে।
- পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের ছাত্র এবং ছাত্রী উভয়ই এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন।
Bharti Airtel Scholarship- Apply Now
বৃত্তির পরিমাণ
HDFC Scholarship 2025 এর মাধ্যমে কোর্স অনুযায়ী বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করা হয়।
- এক্ষেত্রে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা বার্ষিক ১৫,০০০ টাকার সহায়তা পেয়ে থাকেন।
- অপরদিকে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ১৮,০০০ টাকা,
- আইটিআই, ডিপ্লোমা বা পলিটেকনিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ১৮ হাজার টাকা,
- সাধারণ স্নাতক ছাত্রছাত্রীরা বার্ষিক ৩০০০০ টাকা,
- স্নাতকোত্তর স্তরে বার্ষিক ৩৫,০০০ টাকা,
- পেশাদারী স্নাতক স্তরে পাঠরত হলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ৫০০০০ টাকা এবং
- পেশাদারী স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন।
PM Scholarship Scheme 2025- Apply Now
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
HDFC Scholarship 2025 আবেদন পদ্ধতি
- এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ প্রোগ্রাম এ আবেদন জানানোর জন্য Buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম রেজিস্টার্ড করতে হবে ছাত্র-ছাত্রীদের।
- এরপর রেজিস্ট্রেশন করা ইমেল আইডি ও ফোন নম্বর এবং পাসওয়ার্ডের সাহায্যে সেই অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে।
- এরপর hdfc ব্যাংক স্কলারশিপ অপশনে ক্লিক করে আবেদন পত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় নথি গুলি যথাযথভাবে আপলোড করে সাবমিট বাটনটি ক্লিক করে আবেদনপত্র জমা করে দিতে হবে।
- ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ ০৯/০৯/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।