HDFC Scholarship 2025: প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য শুরু হল পরিবর্তন স্কলারশিপ, বার্ষিক বৃত্তি ৭৫০০০ টাকা

Published By: Exam Bangla | Published On:
Share:

HDFC Scholarship 2025: ভারতবর্ষের মেধাবী দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তার জন্য শুরু হল নতুন এক স্কলারশিপ প্রকল্প। দেশ যখন পরিবর্তনের আশায় বুক বাঁধছে, ঠিক তখনই দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এইচডিএফসি ব্যাঙ্ক শুরু করল পরিবর্তন স্কলারশিপ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এ আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি পেশাগত কোর্সের যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন, তারাও আবেদন জানাতে পারবেন HDFC পরিবর্তন স্কলারশিপ এ।

---Advertisement---

HDFC Scholarship 2025-26

ভারতবর্ষের বৃহত্তম বেসরকারি ব্যাংক HDFC এবার ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের দরিদ্র ও অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রকল্প শুরু করেছে এইচডিএফসি ব্যাংক। যেকোনো ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট পরিমাণে খরচ হয়ে থাকে। তবে অনেক সময়ই পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন থাকলেও তা পূরণ হওয়া সম্ভব হয় না। সেই কারণেই পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক দিক থেকে সহায়তা করার উদ্দেশ্যে এবার আবেদন শুরু হয়েছে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপে।

HDFC Scholarship 2025 আবেদনের যোগ্যতা

  • এইচডিএফসি ব্যাংকের পরিবর্তন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে অবশ্যই প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অব্দি অথবা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হবে।
  • মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই পরবর্তী পড়াশোনার জন্য ভর্তি হয়ে গিয়েছেন, তারা এবার এই স্কলারশিপের আবেদন জানাতে পারবেন।
  • HDFC Scholarship 2025 এ আবেদন জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে পাস করতে হবে।
  • এক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের নিচে হতে হবে।
  • পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের ছাত্র এবং ছাত্রী উভয়ই এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন।

Bharti Airtel Scholarship- Apply Now

বৃত্তির পরিমাণ

HDFC Scholarship 2025 এর মাধ্যমে কোর্স অনুযায়ী বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করা হয়।

  • এক্ষেত্রে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা বার্ষিক ১৫,০০০ টাকার সহায়তা পেয়ে থাকেন।
  • অপরদিকে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ১৮,০০০ টাকা,
  • আইটিআই, ডিপ্লোমা বা পলিটেকনিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ১৮ হাজার টাকা,
  • সাধারণ স্নাতক ছাত্রছাত্রীরা বার্ষিক ৩০০০০ টাকা,
  • স্নাতকোত্তর স্তরে বার্ষিক ৩৫,০০০ টাকা,
  • পেশাদারী স্নাতক স্তরে পাঠরত হলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ৫০০০০ টাকা এবং
  • পেশাদারী স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন।

PM Scholarship Scheme 2025- Apply Now

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

HDFC Scholarship 2025 আবেদন পদ্ধতি

  1. এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ প্রোগ্রাম এ আবেদন জানানোর জন্য Buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম রেজিস্টার্ড করতে হবে ছাত্র-ছাত্রীদের।
  2. এরপর রেজিস্ট্রেশন করা ইমেল আইডি ও ফোন নম্বর এবং পাসওয়ার্ডের সাহায্যে সেই অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে।
  3. এরপর hdfc ব্যাংক স্কলারশিপ অপশনে ক্লিক করে আবেদন পত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে।
  4. এরপর প্রয়োজনীয় নথি গুলি যথাযথভাবে আপলোড করে সাবমিট বাটনটি ক্লিক করে আবেদনপত্র জমা করে দিতে হবে।
  5. ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ ০৯/০৯/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

PNB Housing Finance Scholarship 2026: নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত আবেদন করতে পারবে Dr Ambedkar Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপে আবেদন শুরু, বার্ষিক বৃত্তি ২৫০০০ টাকা পর্যন্ত OASIS Scholarship 2025: আবেদন করলেই মিলবে বার্ষিক ৪৫,০০০ টাকা! জেনে নিন আবেদনের যোগ্যতা PM Scholarship Scheme: উচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রী দিচ্ছেন ৭৫,০০০ টাকার স্কলারশিপ, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জানুন এখনই WB Scholarship 2025: এবছরের জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপে আবেদন চলছে, কত নম্বরে কোন সরকারি স্কলারশিপে আবেদন জানানো যাবে?