রাজ্যে চালু হবে একজোড়া নতুন মেডিক্যাল কলেজ! অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
পশ্চিমবঙ্গের মেডিক্যাল পড়ুয়াদের জন্য বিরাট সুখবর। একজোড়া নতুন মেডিক্যাল কলেজ চালু হতে চলেছে রাজ্যে। বৃহস্পতিবার এই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দুটি কলেজ থেকেই এমবিবিএস (MBBS) কোর্স সম্পূর্ণ করতে পারবেন পড়ুয়ারা। দুটি কলেজেরই আসন সংখ্যা প্রায় ১৫০ টি। যথারীতি রাজ্যের প্রচুর সংখ্যক পড়ুয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন এবার পূরণ হবে।
কেবল পশ্চিমবঙ্গে নয় বরং গোটা দেশ জুড়ে সূচনা হতে চলেছে প্রায় ৫০ টি নতুন মেডিক্যাল কলেজের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সংকেতে চালু হতে চলেছে কলেজগুলি। সংশ্লিষ্ট ৫০ টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯ টি সরকারি। এছাড়া বাকিগুলি বেসরকারি, পিপিটি মডেল, অথবা ট্রাস্ট নিয়ন্ত্রিত। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ ও নাগাল্যান্ডে চালু হবে কলেজ।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না এই রাজ্যের পড়ুয়াদের
পশ্চিমবঙ্গে সূচনা হতে চলা মেডিক্যাল কলেজগুলির মধ্যে একটির সূচনা হবে কলকাতা সংলগ্ন সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায়। এটি চালাবে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর অন্যটি হবে নদিয়ার চাকদায়, যেটি চালনা হবে ট্রাস্ট বা পিপিটি মডেলে। প্রসঙ্গত, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি (মোট তেরোটি) মেডিক্যাল কলেজে পেয়েছে তেলেঙ্গানা রাজ্য। এর মধ্যে নয়টি সরকারি কলেজ আর চারটি ট্রাস্ট দ্বারা নিয়ন্ত্রিত।