চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কলকাতায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ হাজার টাকা

হিন্দুস্থান কপার লিমিটেডে (HCL) চাকরির বিজ্ঞপ্তি: ভারত সরকারের অধীনে থাকা হিন্দুস্থান কপার লিমিটেড (HCL) সংস্থায় হিন্দি ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সংস্থার কলকাতার কর্পোরেট অফিসে এই নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

নিয়োগকারী সংস্থা: কলকাতা, কর্পোরেট অফিস ।
পদের নাম: হিন্দি অনুবাদক (Hindi Translator)।
মোট শূন্যপদ: ২ টি।

বেতন ক্রম: ২৮৭৪০/- থেকে ৭২১১০/- টাকা (প্রতি মাসে)।
বয়স সীমা: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে ছাড় রয়েছে।

যোগ্যতা ও শর্তাবলী:
১) শিক্ষাগত যোগ্যতা: হিন্দি বা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা, অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর থাকলেও ডিগ্রী স্তরে হিন্দি /ইংরেজি আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকা প্রয়োজন।
২) অতিরিক্ত যোগ্যতা: ট্রান্সলেশন কাজে স্বীকৃত ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স অথবা সরকারি /আধা-সরকারি সংস্থায় ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ শুরু হল

আবেদন পদ্ধতি:
১) আবেদনের জন্য প্রার্থীরা এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com এ গিয়ে APPLY ONLINE করুন।
২) প্রয়োজনীয় তথ্য (নিজের নাম, ইমেইল, মোবাইল নম্বর)
দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হলে লগ-ইন করে আবেদনপত্রের সব ঘর পূরণ করতে হবে।
৪) কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতার সার্টিফিকেট স্ক্যান কপি নির্দেশিত সাইজ অনুযায়ী।

আবেদন ফি:

  • General / OBC / EWS- ৫০০/-টাকা
  • SC / ST / PWD- কোনো ফি লাগবেনা।

আবেদন সংক্রান্ত তথ্য:
আবেদন শুরুর তারিখ: ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ১১ টা থেকে)
আবেদনের শেষ তারিখ: ৯ই মার্চ, ২০২৬ (রাত ১২ পর্যন্ত)

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

HCL Recruitment 2026

Hindustan Copper Limited (HCL)

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 28,740 – 72,110
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ