রাজ্যের সরকারি দপ্তরে সুপারভাইজার নিয়োগ, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন
কলকাতা হিন্দুস্তান কপার লিমিটেড দপ্তরে বিভিন্ন বিভাগে সুপারভাইজার নিয়োগ করা হবে। নিয়োগ পক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
হিন্দুস্তান কপার লিমিটেড ভারতের প্রসিদ্ধ একটি সংস্থা। হিন্দুস্তান কপার লিমিটেডে মাইনিং, সার্ভে, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইত্যাদি পদে সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- Estt./1/2018/2023-24
পদের নাম- Mining, Survey, Mechanical, Electrical Supervisors
মোট শূন্যপদ- ৬৫ টি। (Mining- ৪৯ টি, Survey- ২ টি, Mechanical- ২ টি, Electrical- ৮ টি, Company Secretary- ২ টি, Finance- ১ টি, HR- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ডিল্পোমা অথবা ব্যাচেলার ডিগ্রী ইন মাইনিং, সার্ভে, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী সহ নূন্যতম ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে (Mining, Survey, Mechanical, Electrical) চাকরির জন্য আবেদন করতে পারবেন। আইসিএসআই পরীক্ষায় উত্তীর্ণ, চাটার্ড একাউন্টেন্ট অথবা এইচআর এবং এমবিএ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী ধারী চাকরিপ্রার্থীরাও সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে (Company Secretary, Finance, HR) আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
মাসিক বেতন- কোম্পানির নির্দিষ্ট বেতন কাঠামো অনুযায়ী ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা পর্যন্ত বেতন পাবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা- সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২৩ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিচে দেওয়া ঠিকানায় নিজেদের আবেদনপত্র পাঠাতে পারবেন। সেক্ষত্রে একটি মুখবন্ধ খামে পূরণকরা আবেদনপত্র, নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- General Manager (HR) Hindustan Copper Limited, Tamra Bhavan, 1, Ashutosh Chowdhury Avenue, Kolkata – 700019
আবেদনের শেষ তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০২৩।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here