শিক্ষার খবর

ইন্টারভিউর মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ! আবেদন কিভাবে করবেন? জেনে নিন

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষণার প্রজেক্টে প্রার্থীদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জানানো জানানো হয়েছে, যাদবপুরের ইন্সট্রুমেন্টেশন, এবং ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুটি বিভাগে গবেষণার সুযোগ পাবেন প্রার্থীরা। সেক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে এই সুযোগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট বিভাগ দুটিতে একজন করে জুনিয়র ফেলোশিপ পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। ইন্সট্রুমেন্টেশনের প্রজেক্টের জন্য তিন বছর ও ইলেকট্রিক্যালের প্রজেক্টের জন্য দুই বছরের ফেলোদের নিয়োগ করা হবে। তবে পরবর্তীতে এই মেয়াদ বাড়তে পারে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ‘ইনফরমেশন সেকশন’ থেকে আবেদনপত্র কিনতে হবে। এবং ইন্টারভিউর দিন সেই আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে আসতে হবে। ইন্সট্রুমেন্টেশন বিভাগের ইন্টারভিউ হবে ১৩ই মার্চ। ইলেকট্রিক্যাল বিভাগের ইন্টারভিউ হবে আগামী ১৬ই মার্চ নাগাদ।

চাকরির খবরঃ রাজ্যে স্টেট কো-অর্ডিনেটর নিয়োগ

join Telegram

আবেদনের যোগ্যতা সম্পর্কে জানা যাচ্ছে, দুটি বিভাগের জুনিয়র ফেলোশিপ পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে এমটেক বা এমই পাশ করতে হবে। এর সাথে নেট বা গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রসঙ্গত, এ বিষয়ের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন আগ্রহী প্রার্থীরা।

FB Join

Related Articles