SSC CHSL Result 2021: প্রকাশ পেল CHSL পরীক্ষার ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে? জেনে নিন

SSC CHSL Result 2021

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন (CHSL) ২০২১ এর স্কিল টেস্ট পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে ফলাফল দেখে আসতে পারবেন।

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) পরীক্ষার রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার CHSL 2021 স্কিল টেস্টের রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর স্ক্রিনে ফলাফল দেখতে পাবেন।
৪) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ GAIL -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, ফলাফল থেকে জানা যাচ্ছে প্রায় ১৪৮৭৩ জন প্রার্থী টাইপিং টেস্ট (list-1), ২২০ জন প্রার্থী DEST CAG (list-2), ১০৬৭ জন প্রার্থী DEST (Other than CAG) (list 3) (provisionally) তে উত্তীর্ণ হয়েছেন। সবমিলিয়ে প্রায় ১৬১৬০ জন প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশন পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়ে জানতে স্টাফ সিলেকশন কমিশনের রিজিওনাল অফিসের ওয়েবসাইট ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ সম্পর্কিত আপডেট পেতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

 

FB Join