রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে যেকোনো মহিলা প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবেন। কোন জেলায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- অঙ্গনওয়াড়ি কর্মী।
মোট শূন্যপদ- ৪৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস হতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য।
বয়স- প্রার্থীদের বয়স ১/৪/২০২২ অনুযায়ী ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- প্রার্থীদের এক্ষেত্রে অফলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে, প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোনরকম ভুল আবেদন পত্র বাতিল বলে গন্য করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের সেই এলাকার বা ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে। তবেই প্রার্থীরা আবেদন করতে পারবে।

নিয়োগের স্থান- হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।
আবেদনের শেষ তারিখ- ২৭/৪/২০২২- ২৩/০৫/২০২২
আবেদনপত্র জমা দেবার ঠিকানা- শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, উলুবেড়িয়া সুসংহত শিশু বিকাশ প্রকল্প, হাওড়া এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা কোন পদের জন্য আবেদন করেছে খামের উপরে লেখা আবশ্যক।

প্রয়োজনীয় নথিপত্র- 
১) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
২) জাতিগত শংসাপত্র (থাকলে)।
৩) কপি পাসপোর্ট সাইজের ফটো (আবেদনপত্রের সাথে)।
৪) প্রার্থীর আধার কার্ড।
৫) ৬ টাকার ডাকটিক সংযুক্ত একটি খাম।
৬) সাথে সেই এলাকার (উলুবেড়িয়া পৌরসভার) নির্দিষ্ট ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হিসেবে প্রমান পত্র।

নির্বাচন পদ্ধতি- প্রার্থীদের ৯০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা এবং ১০ নাম্বারের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
১) ১৫০ টি শব্দে একটি রচনা। পূর্ণমান- ১৫।
২) পাটিগণিত। পূর্ণমান- ২০।
৩) পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান থেকে প্রশ্ন- পূর্ণমান- ১৫।
৪) ইংরেজি ভাষাজ্ঞান। পূর্ণমান- ২০।
৫) সাধারণজ্ঞান- পূর্ণমান- ২০।

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here