HS 3rd Semester Routine: আর মাত্র গুনে গুনে কয়েকটা দিন বাকি, তারপরেই রাজ্যে শুরু হতে চলেছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। আগামী সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার। পরীক্ষা চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত। সব মিলিয়ে মোট ১২ দিনের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের একাধিক নির্দেশিকা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্র-ছাত্রীদের জন্য আবারো EXAM BANGLA -র তরফে প্রকাশ করা হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পূর্ণাঙ্গ রুটিন।
WB HS 3rd Semester Routine
এই বছরে প্রথম বারের মতো সেমিস্টার পদ্ধতির আওতায় উচ্চমাধ্যমিক আয়োজিত হতে চলেছে রাজ্যজুড়ে। ছাত্র-ছাত্রীদের হিতার্থে সম্পূর্ণ পরীক্ষার রুটিন নিচে উল্লেখ করা হলো-
- ৮ই সেপ্টেম্বর (সোমবার): প্রথম ভাষা।
- ৯ই সেপ্টেম্বর (মঙ্গলবার): বৃত্তিমূলক বিষয়।
- ১০ই সেপ্টেম্বর (বুধবার): দ্বিতীয় ভাষা।
- ১১ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার): অর্থনীতি, নৃতত্ত্ব, স্বাস্থ্য বিজ্ঞান, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
- ১২ই সেপ্টেম্বর (শুক্রবার): পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি।
- ১৩ই সেপ্টেম্বর (শনিবার): কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজ্যুয়াল আর্ট, সঙ্গীত।
- ১৫ই সেপ্টেম্বর (সোমবার): রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস।
- ১৬ই সেপ্টেম্বর (মঙ্গলবার): রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
- ১৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার): দর্শন।
- ১৯শে সেপ্টেম্বর (শুক্রবার): গণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ফারসি, আরবি, সংস্কৃত।
- ২০শে সেপ্টেম্বর (শনিবার): সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান।
- ২২শে সেপ্টেম্বর (সোমবার): জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
Bharti Airtel Scholarship- Apply Now
মোট ১২ দিনের এই পরীক্ষার দিন গুলিতে ছাত্রছাত্রীদের নিজেদের এডমিট কার্ড এবং প্রয়োজনীয় নথির সাথে উপস্থিত হতে হবে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে। ইতিমধ্যেই এডমিট কার্ড (HS 3rd Semester Routine) সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার দিনগুলিতে সকাল ১০ থেকে ১১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা দিতে হবে প্রতিদিন। যদিও ভোকেশনাল বিষয়, মিউজিক ও ভিজুয়াল আর্টস পরীক্ষা সকাল ১০ টা থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, এই বছর প্রথমবারের মতো যেমন সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক আয়োজিত হতে চলেছে তেমনি ছাত্র-ছাত্রীদের ফিজিক্যাল এডমিট কার্ডের বদলে ডিজিটাল এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে পরীক্ষার দিনে (HS 3rd Semester Routine) এডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে। তাই আগে থেকেই পরীক্ষার কেন্দ্র সম্পর্কে ভালোভাবে জেনে এডমিট কার্ড সহ ব্যাগ গুছিয়ে রাখা উচিত।
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇