এক নজরে
HS 3rd Semester Routine: পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে বিরাট বদল শুরু হচ্ছে এই বছর থেকে। সরাসরি সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। ইতিমধ্যেই উচ্চ শিক্ষা সংসদের তরফে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিন। পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের মানতে হবে একাধিক নিয়মাবলী। তৃতীয় সেমিস্টার সংক্রান্ত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। ছাত্রছাত্রীরা এই প্রতিবেদন থেকেই জেনে নিতে পারবেন পরীক্ষার সম্পূর্ণ রুটিন এবং উচ্চশিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশাবলী।
WB HS 3rd Semester Routine 2025-26
পশ্চিমবঙ্গ রাজ্যের শুধুমাত্র নতুন পদ্ধতিতে এই বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই নয়, প্রথমবারের মতো সম্পূর্ণ পরীক্ষাটি OMR শিটে নেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি এই পরীক্ষার বিষয়ে একাধিক তথ্য প্রকাশ করা হয়েছে। বানানো হয়েছে পরীক্ষার সম্পূর্ণ রুটিন।
পরীক্ষার সময়সূচী (HS 3rd Semester Routine):
- ৮ই সেপ্টেম্বর (সোমবার): প্রথম ভাষা।
- ৯ই সেপ্টেম্বর (মঙ্গলবার): বৃত্তিমূলক বিষয়।
- ১০ই সেপ্টেম্বর (বুধবার): দ্বিতীয় ভাষা।
- ১১ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার): অর্থনীতি, নৃতত্ত্ব, স্বাস্থ্য বিজ্ঞান, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
- ১২ই সেপ্টেম্বর (শুক্রবার): পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি।
- ১৩ই সেপ্টেম্বর (শনিবার): কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজ্যুয়াল আর্ট, সঙ্গীত।
- ১৫ই সেপ্টেম্বর (সোমবার): রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস।
- ১৬ই সেপ্টেম্বর (মঙ্গলবার): রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
- ১৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার): দর্শন।
- ১৯শে সেপ্টেম্বর (শুক্রবার): গণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ফারসি, আরবি, সংস্কৃত।
- ২০শে সেপ্টেম্বর (শনিবার): সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান।
- ২২শে সেপ্টেম্বর (সোমবার): জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
WBCAP College Admission-Click Here
এই বছর সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত একটানা চলবে রাজ্যের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। এতদিন ধরে এই পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশ প্রকাশ করা হচ্ছিল উচ্চশিক্ষা সংসদের তরফে। এবারের রুটিন (HS 3rd Semester Routine) প্রকাশের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জানানো হচ্ছে, সকাল ১০ টা থেকে ১১:১৫ পর্যন্ত চলবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের অবশ্যই ৯:৩০ টার মধ্যে পৌঁছে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে। যদিও ভিজুয়াল আর্ট, মিউজিক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষার জন্য সকাল ১০ টা থেকে সকাল ১০ঃ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই পরীক্ষাগুলি দেওয়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় পাবেন ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষাটি বর্ষার মধ্যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি আয়োজন হওয়ার কারণে নিজেদের বিদ্যালয় গিয়ে পরীক্ষা দিতে না পারলেও পরীক্ষার কেন্দ্র হবে ছাত্রছাত্রীদের বাড়ির কাছেই। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রবল বর্ষণে যাতে পরীক্ষা দিতে কোন রকম সমস্যা না হয়, তার জন্যেও একাধিক ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক সংসদ।
Bharti Airtel Scholarship- Apply Now
তৃতীয় সেমিস্টার ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ নির্দেশাবলী
১) উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের এডমিট কার্ড অনলাইন মাধ্যমেই পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে এডমিট কার্ডটি অনলাইন পোর্টাল থেকে নিজেদের রেজিস্ট্রেশন আইডির সহায়তায় ডাউনলোড করে নিতে হবে।
২) এক্ষেত্রে প্রথম দিন যদি কোন ছাত্র-ছাত্রী অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে হাজির হতে না পারেন, সেই ক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। তবে পরীক্ষার দ্বিতীয় দিনে প্রত্যেকটি ছাত্রছাত্রীর এডমিট কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক।
৩) এডমিট কার্ডের সঙ্গে অবশ্যই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে।
৪) OMR ভিত্তিক পরীক্ষা হওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র কালো বা নীল বল পয়েন্ট পেন ব্যবহার করতে বলা হয়েছে। এক্ষেত্রে অন্য কালির পেন ব্যবহার করলে ওই ছাত্র বা ছাত্রীর পরীক্ষা বাতিল হতে পারে।
৫) পরীক্ষার কেন্দ্রে ছাত্রছাত্রীরা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সামগ্রী যেমন- পেন্সিল, ইরেজার, স্বচ্ছ জলের বোতল, পেন্সিল বক্স, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে পারবেন। কোন ছাত্র-ছাত্রীর থেকে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা টুকরির কোনো রকম সামগ্রী পাওয়া গেলে তার পরীক্ষা ওই সময়ই বাতিল করে দেওয়া হবে।
৬) প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে অন্ততপক্ষে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। এক্ষেত্রে পরীক্ষার শুরু হওয়ার প্রথম দিনে বেশ কিছুটা সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোনোই উচিত ছাত্র-ছাত্রীদের।
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে সেমিস্টার সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে। মূলত ছাত্র-ছাত্রীদের ওপর থেকে পড়ার চাপ কমানোর জন্যই এইভাবে পরীক্ষাটি উপস্থাপন করা হচ্ছে। যদিও বিগত বছরের অকৃতকার্য ছাত্রছাত্রীরা প্রয়োজনে তাদের পুরনো পদ্ধতিতেই এই বছরের জন্য পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা নিয়ে আরো বিশেষ তথ্য প্রকাশিত করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇