শিক্ষার খবর

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf

Share

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 PDF. 2023 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ভূগোল সাজেশন 2023 PDF তৈরী করেছেন। এই ভূগোল সাজেশনটি ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিট অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন PDF টিতে।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023

HS Geography Suggestion 2023
Subject Geography
Exam Date27/03/2023
Download link Given below

Dear students, Today we are going to share HS Geography Suggestion. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download HS Geography Suggestion PDF 2023.

সঠিক উত্তর নির্বাচন করো: (প্রতিটি প্রশ্নের মান ১)

1) চুনাপাথরগঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন্ ভূমিরূপটি গঠিত হয়?
[A] স্ট্যালাকটাইট
[B] স্ট্যালাগমাইট
[C] হেলিকটাইট
[D] স্তম্ভ
2) ভারতের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায় ?
[A] কর্ণাটক
[B] বিহার
[C] পশ্চিমবঙ্গ
[D] মেঘালয়
3) পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে কী দেখা যায়?
[A] উষ্ণ প্রস্রবণ
[B] শীতল প্রস্রবণ
[C] গিজার
[D] সন্ধি প্রস্রবণ।
4) ডোলাইন কথার অর্থ কী?
[A] ভূভাগের অবনমন
[B] খাড়া ঢাল
[C] চুনযুক্ত ভূভাগ
[D] নিমজ্জিত নদীঘাত
5) কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হল—
[A] ল্যাটেরাইট
[B] চারনোজোম
[C] লাল মাটি
[D] হলুদ মাটি।
6) কোন্ অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালশিয়াম বাইকার্বনেট তৈরি করে ?—
[A] সালফিউরিক
[B] কার্বলিক
[C] হাইড্রোক্লোরিক
[D] হিউমিক।
7) হাইড্রেশন প্রক্রিয়ায় অলিভিন কোন্ খনিজে পরিণত হয় ?—
[A] সার্পেন্টাইন
[B] জিপসাম
[C] লিমোনাইট
[D] হর্নব্লেড।
8) ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হল—
[A] ধীর আলোড়ন
[B] গিরিজনি আলোড়ন
[C] আকস্মিক আলোড়ন
[D] মহিভাবক আলোড়ন।
9) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে কী বলে?
[A] জন্মগত জল
[B] মিটিওরিক জল
[C] মহাসাগরীয় জল
[D] উৎস্যন্দ জল।
10) ভূগর্ভে ম্যাগমা সম্পৃক্ত জলকে বলে—
[A] আবহিত জল
[B] কৈশিক জল
[C] সহজাত জল
[D] উৎস্যন্দ জল।
11) ভৌমতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে-
[A] ভাদোস জল
[B] সহজাত জল
[C] উৎস্যন্দ জল
[D] ঘনীভূত জল
12) যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে, তাকে কী শিলাস্তর বলে?—
[A] সম্পৃক্ত
[B] অর্ধসম্পৃক্ত
[C] অসম্পৃক্ত
[D] কোনোটিই নয়
13) কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল-
[A] সিঙ্কহোল ও ডোলাইন
[B] গ্রাইক ও ক্লিন্টস
[C] স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট
[D] অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার।
14) যে প্রস্রবণ থেকে সারাবছর জল বের হয় তাকে বলে-
[A] অভিকর্ষজ প্রস্রবণ
[B] অবিরাম প্রস্রবণ
[C] সবিরাম প্রস্রবণ
[D] উষ্ণ প্রস্রবণ।
15) কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতিবিশিষ্ট অবনত ভূভাগকে বলা হয়—
[A] সিঙ্কহোল
[B] স্ট্যালাকটাইট
[C] দ্রবণ পাইপ
[D] পোনর
16) ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায়, সেটি হল-
[A] কালাহারি মরুভূমি
[B] গাঙ্গেয় সমভূমি
[C] ডেকানট্রাপ অঞ্চল
[D] আমাজন নদীর অববাহিকা
17) নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরুপ হল-
[A] উপত্যকার মধ্যে উপত্যকা
[B] মোনাড়নক
[C] নিক্ বিন্দু
[D] নদীমঞ্চ।
18) পাদসমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন-
[A] হ্যাক
[B] পেঙ্ক
[C] কিং
[D] ডেভিস
19) মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায়ভূমিকে বলে-
[A] পেনিপ্লেন
[B] পেডিপ্লেন
[C] প্লায়া
[D] বাজাদা
20) পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হল-
[A] নর্মদা
[B] সিন্ধু
[C] কাবেরী
[D] মহানদী
21) নদী বদ্বীপ ও পলল ব্যজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে, তা হল-
[A] কেন্দ্রমুখী
[B] কেন্দ্রবিমুখ
[C] বিনুনিরূপী
[D] জাফরিরূপী।
22) গম্বুজ পাহাড়ে গড়ে ওঠে যে ধরনের জলনির্গম প্রণালী, তা হল-
[A] সমান্তরাল
[B] হেরিংবোন
[C] কেন্দ্রবিমুখ
[D] পিনেট
23) শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হল-
[A] পূর্ববর্তী নদী
[B] পরবর্তী নদী
[C] অধ্যারোপিত নদী
[D] বিপরা নদী
24) একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদীনকশা গড়ে ওঠে, তা হল-
[A] অঙ্গুরীয়
[B] জাফরীরূপী
[C] কেন্দ্রবিমুখ
[D] কেন্দ্ৰমুখী
25) পিনেট শব্দটির অর্থ হল-
[A] পাখীর পালকের ন্যায়
[B] কৌণিক
[C] আংটির ন্যায়
[D] সমান্তরাল।
26) উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে NPK-কে বলা হয় –
[A] প্রাথমিক অতিমাত্রিক পুষ্টি মৌল
[B] গৌণ অতিমাত্রিক পুষ্টি মৌল
[C] স্বল্পমাত্রিক পুষ্টি মৌল
[D] উৎসেচক।
27) ক্যালশিয়াম কার্বনেটের প্রাধান্য দেখা যায় কোন্ মাটিতে?
[A] পড়সল
[B] ল্যাটেরাইট
[C] চারনোজোম
[D] লোয়েস।
28) প্রায় শুষ্ক-নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মাটি হল—
[A] চারনোজোম
[B] সিরোজোম
[C] পঙ্খল
[D] ল্যাটেরাইট।
29) USDA শ্রেণিবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্ণ হল—
[A] আলফিসল
[B] অকসিসল
[C] ভার্টিসল
[D] জেলিসল
30) কোপেন পৃথিবীর জলবায়ুকে প্রধান ক’টি অঞ্চলে ভাগ করেন-
[A] 3 টি
[B] 2টি
[C] ১ টি
[D] 4 টি।
31) ক্লোরোফ্লুরোকার্বন (CFC)-এর অন্যতম প্রধান উৎস হল-
[A] শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র
[B] যানবাহন
[C] শিল্প
[D] আগ্নেয়গিরি।
32) কোন প্রকার মেঘ ক্রান্তীয় ঘূর্ণবাতে দেখা যায় ?—
[A] অন্টো-স্ট্র্যাটাস
[B] স্ট্যাটাস
[C] নিম্বো-স্ট্যাটাস
[D] কিউমুলোনিপাস
33) আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপত্যকায় সৃষ্ট টর্নেডোকে কী বলে ? –
[A] টাইফুন
[B] ব্যাগুই
[C] উইলি-উইলি
[D] টুইস্টার।
34) বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে কী বলে ?—
[A] টাইফুন
[B] সুপার সাইক্লোন
[C] টর্নেডো
[D] হ্যারিকেন
35) ঝড়ের প্রকৃতি ও তীব্রতা অনুযায়ী বিশ্ব আবহাওয়া সংস্থা ক্রান্তীয় ঘূর্ণবাতকে কতগুলি শ্রেণিতে ভাগ করেছেন ?
[A] চারটি
[B] ছয়টি
[C] পাঁচটি
[D] দুটি।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf

36) পৃথিবীর সর্বাধিক টর্নেডোর প্রাদুর্ভাব কোথায় দেখা যায়?
[A] চিন সাগর সংলগ্ন অঞ্চলে
[B] আমাজন অববাহিকায়
[C] গাঙ্গেয় উপত্যকায়
[D] মিসিসিপি নদী উপত্যকায়।
37) শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন ধরনের উদ্ভিদে?
[A] লবণাম্বু
[B] জাঙ্গল
[C] জলজ
[D] সাধারণ।
38) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম দেখা যায়—
[A] জলজ উদ্ভিদে
[B] সাধারণ উদ্ভিদে
[C] জাগল উদ্ভিদে
[D] লবণাম্বু উদ্ভিদে।
39) ভারত প্রধানত কোন প্রকার জলবায়ুর অন্তর্গত দেশ?
[A] ভূমধ্যসাগরীয়
[B] মৌসুমি
[C] তুন্দ্রা
[D] নিরক্ষীয়।
40) পশ্চিমি ঝঞ্ঝার উৎপত্তি হয়—
[A] ভূমধ্যসাগরে
[B] বঙ্গোপসাগরে
[C] আরব সাগরে
[D] চিন সাগরে।
41) আফ্রিকার তৃণভূমিকে বলা হয়-
[A] স্তেপ
[B] ভেল্ড
[C] পাম্পস
[D] প্রেইরি।
42) পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল-
[A] থর
[B] সাহারা
[C] কালাহারি
[D] সোনেরান।
43) পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলে—
[A] ওজন স্তরকে
[B] হিলিয়াম স্তরকে
[C] হাইড্রোজেন স্তরকে
[D] অক্সিজেন স্তরকে।
44) পৃথিবীর সর্বাধিক অরণ্য দেখা যায় কোন দেশে।
[A] ভারত
[B] অস্ট্রেলিয়া
[C] রাশিয়া (ইউরোপীয় অংশ সহ)
[D] চিন।
45) পূর্ব চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত-
[A] টাইফুন
[B] হ্যারিক্যান
[C] উইলি-উইলি
[D] টর্নেডো।
46) জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালের বিপর্যয় হল?
[A] আধা প্রাকৃতিক
[B] প্রাকৃতিক
[C] অতি প্রাকৃতিক
[D] মনুষ্যসৃষ্ট।
47) দাবানলের দেশ নামে পরিচিত—
[A] জাপান
[B] অষ্ট্ৰেলিয়া
[C] চীন
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র।
48) ব্যক্তিগত ও বাণিজ্যিক পরিসেবামূলক কাজে নিযুক্ত কর্মীদের কী বলা হয়?
[A] গোলাপী কলার কর্মী
[B] সাদা কলার কর্মী
[C] লাল কলার কর্মী
[D] নীল কলার কর্মী।
49) গ্রামাঞ্চলের মানুষ প্রধানত কোন্ প্রকৃতির অর্থনৈতিক কার্যাবলির ওপর নির্ভরশীল?—
[A] তৃতীয় স্তরের
[B] দ্বিতীয় স্তরের
[C] চতুর্থ স্তরের
[D] প্রাথমিক স্তরের।
50) নিবিড় কৃষির প্রধান ফসল কী? –
[A] ধান
[B] ভুট্টা
[C] পার্ট
[D] মিলেটস

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

HS Geography Suggestion 2023 PDF

নিচের প্রশ্নগুলি উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৫)

1) পুনর্যৌবন লাভের ফলে গঠিত তিনটি ভূমিরূপের আলোচনা করো।
2) নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো? এর কারণ উল্লেখ করো।
3) মাটি গঠনে সক্রিয় উপাদানগুলির প্রভাব সম্পর্কে লেখো। অথবা, মৃত্তিকার উৎপত্তিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো।
4) আমেরিকার মৃত্তিকা বিজ্ঞানীদের দেওয়া সপ্তম অভিকর্ষ অনুযায়ী মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। অথবা, মৃত্তিকার U.S.D.A. শ্রেণীবিভাগ আলোচনা করো‌।
5) মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণ কী? মৃত্তিকা ক্ষয় পরিবেশকে কিভাবে প্রভাবিত করে।
6) ক্রান্তীয় ডিপ্রেশন কী? এল নিনোর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো।
7) ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ খুলনা ভর্তির পার্থক্য নিরূপণ করো।
8) ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ব্যাখ্যা করো। হারিকেন ও টাইফুন বলতে কি বোঝ?
9) স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। জলজ উদ্ভিদ ও জাঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
10) জলবায়ু কিভাবে উদ্ভিদের ওপর প্রভাব বিস্তার করে তা সংক্ষেপে আলোচনা করো। অথবা, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু প্রভাব আলোচনা করো।
11) ক্রান্তীয় মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো।
12) ওপেন কৃত জলবায়ুর শ্রেণীবিভাগটি উল্লেখ করো। “মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের অরণ্য সৃষ্ট হয়েছে”—ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
13) আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল লেখো। শস্যপ্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়। ভারতের নীল বিপ্লবের সুবিধা কী?
14) ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো। শ্রীলংকা নারকেল উৎপাদনে আগ্রহী কেন?
15) নীল বিপ্লবের ফলাফল আলোচনা করো। ভারতে অভ্যন্তরীণ মৎস্য চাষের ও সামুদ্রিক মৎস আহরণের উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনা সমূহের উল্লেখ করো।
16) ভারতে রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণ গুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা, রেডিমেড পোশাকের প্রধান প্রধান রপ্তানিকারক ও আমদানিকারক দেশের নাম লেখো।
17) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝ? আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা করো।
18) কাগজ শিল্পের কাঁচামাল গুলি কী কী? রবার শিল্পের গুরুত্ব আলোচনা করো। মালয়েশিয়ার রবার শিল্পকেন্দ্রগুলি কোথায় কোথায় অবস্থিত তা উল্লেখ করো।
19) উদীয়মান বা সূর্যোদয় শিল্প বলতে কী বোঝায়? অথবা, শিক্ষা দানব কাকে বলে? পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির অনুকূল ভৌগোলিক কারণগুলি আলোচনা করো।
20) ভারতের প্রধান প্রধান পর্যটন কেন্দ্র গুলির অবস্থান সম্পর্কে আলোচনা করো। পর্যটন শিল্পের কয়েকটি গুরুত্ব লেখো। অথবা, কোনো দেশের অর্থনীতির ওপর পর্যটন শিল্পের প্রভাব আলোচনা করো।
21) গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। এক্যুমনোপলিস কাকে বলে? কর্ম ধারা অনুযায়ী হ্যারিসের শহরের শ্রেণীবিভাগটি উল্লেখ করো।
22) পৃথিবীর প্রায় জনবসতিহীন অঞ্চল গুলির নাম ও তাদের বৈশিষ্ট্য লেখো। জনঘনত্বের বন্টনের উপর দুটি প্রধান প্রাকৃতিক উপাদানের প্রভাব আলোচনা করো।
23) সেন্সাস শহর কাকে বলে? ভারতীয় জনগণনা অনুসারে পৌরবসতির শ্রেণীবিভাগ করো।
24) বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
25) পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 FAQ

Q: উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। Join Now

Q: উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না, উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন

HS Geography Suggestion: Download Now

This post was last modified on December 18, 2022 7:09 pm

সর্ব শেষ প্রকাশিত

ICDS Supervisor Recruitment: ভোট মিটলেই রাজ্যের ১৩ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ

দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভার নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনের ৫ টি দফার ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন…

8 seconds ago

WBCHSE: স্কুলে শিক্ষকদের ঘাটতি মেটাতে কলেজের শিক্ষক দিয়ে ক্লাসের ব্যবস্থা করতে আগ্রহী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। রাজ্যের ভোট প্রক্রিয়া মিটলেই স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের ভর্তির…

5 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 21 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

9 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৩

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

22 hours ago

কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

ভারত সরকারের অধীনস্থ ভারত আর্থ মুভার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 20 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago