পরীক্ষা প্রস্তুতি

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF

Share

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF। 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ইতিহাস সাজেশন 2024 PDF তৈরী করেছেন। এই ইতিহাস সাজেশনটি ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিট অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF টিতে।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024

HS HISTORY SUGGESTION 2024
SubjectHistory
Exam Date27 ফেব্রুয়ারি, 2024 (মঙ্গলবার)
Suggestion Download linkGiven below

Dear students, Today we are going to share HS History Suggestions. This suggestion was created by the Exam Bangla Editorial Team. You can download HS History Suggestion PDF 2024.

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন

1) শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?
2) বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?
3) কে ঝড়ের অন্তরিপের নামকরণ করেন উত্তমাশা অন্তরীপ?
4) হিলফারডিং এর বইটির নাম লেখো।
5) কানাডায় কারা উপনিবেশ স্থাপন করেছিল?
6) ‘জাতী ও জাতি বৈষম্য’ ধারণাটি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিল?
7) মার্কেনটাইলবাদ কী?
8) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
9) ভৌগোলিক আবিষ্কারের ফলাফল লেখো?
10) দক্ষিণ আফ্রিকার ব্রিটিশ উপনিবেশ গুলির নাম লেখ।
11) কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
12) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন?
13) পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো?
14) কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?
15) কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন?
16) স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
17) কোড কর্নওয়ালিস কী?
18) ‘কাও তাও’ প্রথা কী?
19) কে কবে এবং কার বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবের ডাক দেন?
20) চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝ?
21) কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল যুক্ত হন?
22) ব্রিটিশ ভারতে চার্টার অ্যাক্ট বা সনদ আইন গুলি কী কী?
23) কবে কার উদ্যোগে কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠিত হয়?
24) ‘নববিধান’ কি? কে, কবে এই নীতি ঘোষণা করেন?
25) লাহোরর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
26) উপনিবেশিক ভারতের নিরিখে ‘আইনের শাসন’ বলতে কি বোঝো?
27) গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে?
28) পিটের ভারত শাসন আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো?
29) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
30) কে, কবে এবং কোথায়? বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন?

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক সাজেশন 2024

31) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
32) ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দুটি দুটি উল্লেখ করো।
33) মার্লে-মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো।
34) রাওলাট আইন প্রবর্তনের দুটি কারণ উল্লেখ করো।
35) স্বত্ববিলোপ নীতির দুটি প্রধান শর্ত উল্লেখ করো।
36) ১৯৩২ খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল?
37) কোন অঞ্চল ‘বাংলার ডান্ডি’ নামে পরিচিত?
38) রাওলাট কমিশন কী?
39) গান্ধীজী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
40) ১৯১৬ সালের লখনৌ কংগ্রেসের গুরুত্ব কী ছিল?
41) কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট তৈরি হয়?
42) ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’—এই স্লোগান কোন দেশের?
43) কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে?
44) ‘রশিদ আলী দিবস’ কী?
45) ভিয়েত মুনি কী? অথবা, ভিয়েত মনি কে প্রতিষ্ঠা করেন?
46) ভারতের ইতিহাসের প্রেক্ষিতে ১৯৪০ খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণা বলতে কী বোঝ?
47) মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?


48) ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব লেখো।
49) কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয়?
50) ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়?
51) মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
52) বার্লিন এয়ারলিফট কী?
53) সুয়েজ সংকটের আশু কারণ কী ছিল?
54) নেভারে প্ল্যান কী?
55) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
56) কিন্নানের বেষ্টনী নীতি কী?
57) কমিনফর্ম কাকে বলে?
58) কবে কার নেতৃত্বে দীর্ঘ পদযাত্রা (লং মার্চ) সংগঠিত হয়?
59) ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল?
60) মহালানবীশ মডেল বলতে কী বোঝো?
61) আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে?
62) ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?
63) পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন?
64) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফলাফল কী ছিল?
65) নেহেরু মহালান বিষ মডেল কী?

HS History Suggestion 2024 PDF

⬛ রচনাধর্মী প্রশ্ন

1) আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
2) পেশাদারী ইতিহাস বলতে কী বোঝ? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী?
3) ব্রিটিশ শাসনকালে মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো।
4) চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও।
5) উপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে আলোচনা করো।
6) ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন গুলির বিবরণ দাও।
7) জাতীয়তাবাদ বিকাশ ও নব্যভারত গঠনে স্বামী বিবেকানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
8) মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। ওই মামলাটির পরিণতি কী হয়েছিল?
9) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী এবং এই নীতি প্রবর্তনের প্রেক্ষাপট ও মূলনীতিগুলির উল্লেখ করো। এই নীতির কী প্রতিক্রিয়া হয়েছিল?
10) ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট ভারতের কৃষকদের উপর কী ধরনের প্রভাব ফেলে?
11) ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মূল ত্রুটিগুলি কী ছিল?
12) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? অথবা, ১৯৪৩ খ্রিঃ বাংলার ‘পঞ্চাশের মন্বন্তর’ -এর কারণ কী ছিল?
13) গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা কর। গণপরিষদের দুজন সদস্যের নাম করো‌।
14) আরব জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি কী? প্রথম আরব-ইজরায়েল যুদ্ধের পরিচয় দাও।
15) কমিউনিস্ট চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো।
16) কিউবা-র ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো? এর গুরুত্ব কী ছিল?
17) আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে? এই যুদ্ধে আমেরিকা কেন পরাজিত হয়?
18) ইন্দোনেশিয়ার চূড়ান্ত মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা লাভ উল্লেখ করো। স্বাধীনতা লাভের পরবর্তীকালে ইন্দোনেশিয়ার বিকাশ কর্মসূচি ও জাতিসংগঠনের পরিচয় দাও।
19) বিংশ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ-বিরোধী আন্দোলনের কারণগুলি আলোচনা করো।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 FAQ

Q: উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf কীভাবে ডাউনলোড করবো?

Ans: উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে।

Q: উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf পেতে গেলে কি টাকা লাগবে?

Ans: না, উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf পেতে গেলে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

HS History Suggestion 2024: Download Now

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৩

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

2 hours ago

DRDO’তে স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের দারুণ সুযোগ, ৩১ মে তারিখের মধ্যে আবেদন করুন

ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে…

5 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 18 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

10 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১২

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

রাজ্যের মৎস গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল মেরিন ফিসার্স রিসার্চ ইনস্টিটিউট, দীঘা রিজিওনাল স্টেশনের পক্ষ থেকে একটি…

1 day ago

মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে | মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়

রাজ্যে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন। মাধ্যমিক উত্তীর্ণ সকল…

1 day ago