রাজ্যের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। অনেকদিন ধরেই রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীরা।এর আগে জানানো হয়েছিল, মে মাসের শেষ সপ্তাহ নাগাদ প্রকাশ পাবে পরীক্ষার ফলাফল। আর এবার প্রকাশ্যে এল পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ।
সূত্রের খবর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহকেই ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় হিসেবে ধরা হচ্ছে। আর সেই অনুযায়ী চলছে জোরদার প্রস্তুতি। সংসদ সূত্রের খবর, প্রাথমিক ভাবে মে মাসের ২৬ তারিখ দিনটিকে ফলাফল প্রকাশের দিন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সব ঠিক থাকলে ওই দিনই প্রকাশ্যে আসবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবেন জেনে নিন
প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ থেকে পরীক্ষা শেষ হয়েছে ২৭শে মার্চ নাগাদ। এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় আট লক্ষ পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২৩৪৯ টি। আঁটোসাঁটো নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় বসেন পড়ুয়ারা। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।