HS Result Out 2025: ছাত্র-ছাত্রীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এইমাত্র প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক ২০২৫ এর রেজাল্ট। আজ ৭ই মে ২০২৫, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই সময়টার জন্য। আজ সাড়ে বারোটা থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ঘোষিত হল পরীক্ষার চূড়ান্ত ফলাফল। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণার পরেই অনলাইন মাধ্যমে সকল পরীক্ষার্থী দেখতে পাবে তাদের রেজাল্ট।
[quads id=21]
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুসারে আজ দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে (HS Result Out 2025) কৃতি ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণার পরে দুপুর দুটো থেকে অনলাইনেই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। তাই সবার আগে কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবে, সেটা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বেশ কয়েকটি অফিসিয়াল ওয়েবসাইট এর ঘোষণা করা হয়েছে। তবে এই ওয়েবসাইটগুলি অনেক সময় অতিরিক্ত ট্রাফিকের কারণে তাড়াতাড়ি রেজাল্ট দেখাতে পারেনা। তাই সবার আগে নিজের রেজাল্টটা জেনে নিতে অবশ্যই নিচে বলে দেওয়া ধাপ গুলি অবলম্বন করো।
সবার আগে কিভাবে রেজাল্ট দেখবে? (HS Result Out 2025)
- সবার আগে নিজের উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখে নেওয়ার জন্য অবশ্যই নিচে বলে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
- এরপর নিজের এডমিট কার্ডে দেওয়া রোল নম্বর বসিয়ে সাবমিট করলেই রেজাল্ট দেখতে পাবে।
[quads id=21]
এছাড়াও www.wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com -এই ওয়েবসাইটগুলিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে (HS Result Out 2025)। আজকেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আগামীকাল অর্থাৎ ৮ ই মে ২০২৫ তারিখে ছাত্র-ছাত্রীরা নিজেদের বিদ্যালয়ে গিয়ে অবশ্যই নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নেবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা সরকারি স্কলারশিপ ২০২৫
প্রসঙ্গত, এই বছরে গত বছরের তুলনায় যথেষ্ট কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। সম্পূর্ণ রেজাল্ট ঘোষণার পর ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সংসদের তরফে রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগও করে দেওয়া হবে। যে সকল ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট নিয়ে সংশয়ের মধ্যে থাকবে, তাদেরকে সংসদের নির্দেশ অনুসারে রিভিউ বা স্ক্রুটিনির আবেদন জমা করতে হবে।









