৪৪৫১ শূন্যপদে ব্যাঙ্কে কর্মী নিয়োগ, অনলাইনে শুরু হল আবেদন

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর মাধ্যমে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কয়েক হাজার কর্মী নিয়োগ হবে সম্প্রতি। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক…

Published By: Exam Bangla | Published On:
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর মাধ্যমে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কয়েক হাজার কর্মী নিয়োগ হবে সম্প্রতি। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদনের বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- Specialist Officer, Probationary Officers, Management Trainees
যেসব ব্যাঙ্কে নিয়োগ হবে সেগুলি হল- Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank of India, Central Bank of India, Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra, Indian Bank, Punjab and Sind Bank
মোট শূন্যপদ- Probationary Officers, Management Trainees → ৩০৪৯ টি। (UR- ১২২৪ টি, EWS- ৩০০ টি, OBC- ৮২৯ টি, ST- ২৩৪ টি, ST- ৪৬২ টি।) Specialist Officer → ১৪০২ টি। (UR- ৫৭৭ টি, EWS- ১৩৯ টি, OBC- ৩৭৭ টি, ST- ১০১ টি, ST- ২০৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগের বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্য পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ আগস্ট, ২০২৩ তারিখের নিরিখে আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- যোগ্যতার মাপকাঠি সম্পূর্ণ করা আগ্রহী চাকরিপ্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে (ibpsonline.ibps.in) ভিজিট করতে হবে। ওয়েবফর্মের মাধ্যমে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করার পর প্রাপ্ত রেফারেন্স নম্বর অথবা অ্যাপ্লিকেশন আইডি নোট ডাউন করে রাখতে হবে।
আবেদন ফি- General, OBC এবং EWS আবেদনকারীদের এককালীন ৮৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যদিকে SC, ST এবং PwD আবেদনকারীদের এককালীন ১৭৫/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ২১ আগস্ট, ২০২৩।
Official Notification: Download Now
Official Notification: Download Now
Official Website: Click Here
join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career