অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৫ | ICDS Practice Set 2024

Published By: Exam Bangla | Published On:
Share:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল—

[A] নাইট্রিক এসিড
[B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[C] সালফিউরিক অ্যাসিড
[D] সাইট্রিক অ্যাসিড

উত্তরঃ [C] সালফিউরিক অ্যাসিড

2. 2019 সালে বিশ্ব শান্তির জন্য ‘নোবেল পুরস্কার’ পেলেন—

[A] শি জিনপিং
[B] আবী আহমেদ
[C] গ্রেটা থুনবার্গ
[D] মালালা ইউসুফজাই

উত্তরঃ [B] আবী আহমেদ

3. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না—

[A] হাইড্রোজেন
[B] মিথেন
[C] কার্বন-ডাই-অক্সাইড
[D] নিয়ন

উত্তরঃ [D] নিয়ন

4. ISRO -এর সদর দপ্তর হল—

[A] হায়দ্রাবাদে
[B] বেঙ্গালুরুতে
[C] আমেদাবাদে
[D] তিরুবানন্তপুরমে

উত্তরঃ [C] আমেদাবাদে

5. গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রামিত হতে পারে?

[A] AIDS
[B] হাম
[C] যক্ষা
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] AIDS

6. একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা কত?

[A] প্রায় 7 লিটার
[B] প্রায় 9 লিটার
[C] প্রায় 6 লিটার
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] প্রায় 6 লিটার

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৪

7. কুষ্ঠ রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] জিভ
[B] ত্বক
[C] কান
[D] দাঁত

উত্তরঃ [B] ত্বক

8. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?

[A] 7 এপ্রিল
[B] 15 এপ্রিল
[C] 9 এপ্রিল
[D] 14 এপ্রিল

উত্তরঃ [A] 7 এপ্রিল

9. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়?

[A] 26 এপ্রিল
[B] 28 এপ্রিল
[C] 24 এপ্রিল
[D] 17 এপ্রিল

উত্তরঃ [C] 24 এপ্রিল

10. ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

[A] সরোজিনী নাইডু
[B] প্রতিভা প্যাটেল
[C] ইন্দিরা গান্ধী
[D] লীলা শেঠ

উত্তরঃ [A] সরোজিনী নাইডু

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৫০ | West Bengal ICDS Practice Set in Bengali অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৯ | Anganwadi Practice Set in Bengali অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৮ | Anganwadi Practice Set in Bengali অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৭ | ICDS Practice Set 2024 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬ | ICDS Practice Set 2024