অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৪ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. মানবদেহের রক্তের লৌহের পরিমাণ কত?
[A] প্রায় 10 mg
[B] প্রায় 5 mg
[C] প্রায় 25 mg
[D] প্রায় 20 mg
উত্তরঃ [A] প্রায় 10 mg
2. 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনন্দিন খাদ্যে কত পরিমাণ ক্যালোরি থাকা প্রয়োজন?
[A] 1250 ক্যালোরি
[B] 1275 ক্যালোরি
[C] 1210 ক্যালোরি
[D] 1220 ক্যালোরি
উত্তরঃ [D] 1220 ক্যালোরি
3. করোনা বা কোভিড 19 রোগের সংক্রমণ প্রথম কোথায় লক্ষ করা যায়?
[A] 2018 সালের ডিসেম্বরে, চীনে
[B] 2019 সালের ডিসেম্বরে, আমেরিকাতে
[C] 2019 সালের ডিসেম্বরে, চীনে
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] 2019 সালের ডিসেম্বরে, চীনে
4. মানব উন্নয়ন সূচক কত সালে প্রথম প্রবর্তিত হয়?
[A] 1990 সালে
[B] 1995 সালে
[C] 1993 সালে
[D] 1992 সালে
উত্তরঃ [A] 1990 সালে
আপনার জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. কোন প্রাণীতে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়?
[A] আরশোলা
[B] শামুক
[C] মশা
[D] কেঁচো
উত্তরঃ [D] কেঁচো
6. কোন ধরনের মাটিতে ক্যাকটাস জন্মায়?
[A] পলি মাটি
[B] মরুভূমির মাটি
[C] কৃষ্ণমৃত্তিকা
[D] রেগুর মাটি
উত্তরঃ [B] মরুভূমির মাটি
7. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা-এর উৎপাদন হয় না?
[A] অসম
[B] ত্রিপুরা
[C] মধ্যপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ
উত্তরঃ [C] মধ্যপ্রদেশ
8. 2016 সালে অলিম্পিক গেমস্ যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল—
[A] লন্ডন
[B] রিও-ডি-জেনেরো
[C] মস্কো
[D] মেক্সিকো সিটি
উত্তরঃ [B] রিও-ডি-জেনেরো
পরীক্ষায় পাশ করার জন্য আজকেই সংগ্রহ করুন 👇👇
9. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
[A] ৪ অক্টোবর
[B] ১৫ আগস্ট
[C] ৫ জানুয়ারি
[D] ৫ জুন
উত্তরঃ [D] ৫ জুন
10. ভারতের পরমাণুশক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন—
[A] হোমি ভাবা
[B] বিক্রম সারাভাই
[C] আর. চিদাম্বরম
[D] এইচ. এন. শেঠনা
উত্তরঃ [A] হোমি ভাবা