Anganwadi Practice Set

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৬ | ICDS Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

ICDS Practice Set in Bengali

1. মানুষের মূত্রের pH মান কত?

[A] pH মান 2.4-8
[B] pH মান 4.5-8
[C] pH মান 1.5-7
[D] pH মান 6.5-8

উত্তরঃ [B] pH মান 4.5-8

2. ‘The Ganga Action Plan’ কত সালে গৃহীত হয়?

[A] 1987 সালে
[B] 1993 সালে
[C] 1986 সালে
[D] 1985 সালে

উত্তরঃ [D] 1985 সালে

3. একটি তাপ উৎপাদক খাদ্যের নাম হল—

[A] দুধ
[B] মাখন
[C] ডিম
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] মাখন

4. কোন সালে প্রথম ‘ধরিত্রী দিবস’ বা ‘বসুন্ধরা দিবস’ উদযাপিত হয়?

[A] 1970 সালে
[B] 1949 সালে
[C] 1971 সালে
[D] 1976 সালে

উত্তরঃ [A] 1970 সালে

আপনার জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ধেবর কমিটি কত সালে গঠন করা হয়েছিল?

[A] 1954 সালে
[B] 1981 সালে
[C] 1961 সালে
[D] 1962 সালে

উত্তরঃ [C] 1961 সালে

6. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল—

[A] বাতাস
[B] দূষিত জল
[C] যৌন মিলন
[D] পতঙ্গ বাহক

উত্তরঃ [B] দূষিত জল

7. দুয়ারে সরকার প্রকল্প কত সালে শুরু হয়?

[A] 2019 সালে
[B] 2022 সালে
[C] 2018 সালে
[D] 2020 সালে

উত্তরঃ [D] 2020 সালে

8. নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দীশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে?

[A] ইরান
[B] ইরাক
[C] সিরিয়া
[D] সৌদি আরব

উত্তরঃ [B] ইরাক

সেরা কমনযোগ্য প্রশ্নোত্তর পেতে আমাদের বইটি আজকেই সংগ্রহ করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

9. Vinica rosea থেকে যে উপাক্ষারটি পাওয়া যায়, সেটি হল—

[A] রেসারপিন
[B] মরফিন
[C]অ্যাট্রোপিন
[D] ভিনক্রিস্টিন

উত্তরঃ [D] ভিনক্রিস্টিন

10. পলাশীর যুদ্ধ হয়েছিল—

[A] 1757 সালে
[B] 1758 সালে
[C] 1857 সালে
[D]1858 সালে

উত্তরঃ [A] 1757 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

Related Articles