অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৪ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. ঢেঁকিছাটা চাল ও লাল আটায় পাওয়া যায়—
[A] ভিটামিন A
[B] ভিটামিন B
[C] ভিটামিন D
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] ভিটামিন A
2. ভারত সরকারের দ্বিতীয় অরণ্য নীতি কত সালে প্রণীত হয়?
[A] 1987 সালে
[B] 1976 সালে
[C] 1988 সালে
[D] 1981 সালে
উত্তরঃ [C] 1988 সালে
3. ভিটামিন E -এর রাসায়নিক নাম কি?
[A] টোকোফেরল
[B] থিয়ামিন
[C] সায়ানোকোলাবমিন
[D] রাইবোফ্লোবিন
উত্তরঃ [A] টোকোফেরল
4. বর্তমানে একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত হতে হয়?
[A] 5-15 জনের মধ্যে
[B] 15-20 জনের মধ্যে
[C] 5-10 জনের মধ্যে
[D] 5-30 জনের মধ্যে
উত্তরঃ [D] 5-30 জনের মধ্যে
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. ’শ্রীকৃষ্ণ বিজয় কাব্য’ -এর রচয়িতা হলেন—
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] মালাধর বসু
[C] বিদ্যাপতি
[D] জয়দেব
উত্তরঃ [B] মালাধর বসু
6. রেসারপিন সর্পগন্ধা গাছের কোথায় থাকে?
[A] কাণ্ডে
[B] পাতায়
[C] বাকলে
[D] মূলে
উত্তরঃ [D] মূলে
7. ধয়ী কোন রাজার সভাকবি ছিলেন?
[A] লক্ষণ সেন
[B] প্রথম দেবপাল
[C] শশাঙ্ক
[D] বিজয় সেন
উত্তরঃ [A] লক্ষণ সেন
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৩
8. S.A নোড থেকে প্রতিমিনিটে উৎপন্ন স্পন্দন—
[A] 75-80 বার
[B] 75-85 বার
[C] 70-80 বার
[D] 90-100বার
উত্তরঃ [C] 70-80 বার
👇 প্রস্তুতি নিন বাজারের সেরা গাইড বইয়ের সঙ্গে 👇
9. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
[A] আলেকজান্ডার ক্যানিংহাম
[B] গর্ডন চাইল্ড
[C] মার্টিমার হুইলার
[D] জন মার্শাল
উত্তরঃ [A] আলেকজান্ডার ক্যানিংহাম
10. জিন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
[A] মরগান
[B] জোহানসেন
[C] মেন্ডেল
[D] বেটসন
উত্তরঃ [B] জোহানসেন