অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৬ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. স্কার্ভি রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] কান
[B] ত্বক
[C] দাঁত
[D] চোখ
উত্তরঃ [C] দাঁত
2. সিন্ধু সভ্যতা একটি—
[A] নিওলিথিক সভ্যতা
[B] মেসোলিথিক সভ্যতা
[C] চ্যালকোলিথিক সভ্যতা
[D] প্যালিওলিথিক সভ্যতা
উত্তরঃ [D] প্যালিওলিথিক সভ্যতা
3. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
[A] টিবিয়া
[B] স্টেপিস
[C] ফিমার
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] স্টেপিস
4. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত?
[A] 20.60 %
[B] 30.60 %
[C] 40.50 %
[D] 50.30 %
উত্তরঃ [A] 20.60 %
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে?
[A] 1993 সালে
[B] 1992 সালে
[C] 1985 সালে
[D] 1976 সালে
উত্তরঃ [B] 1992 সালে
6. বৈদিক যুগের দুটি উল্ল্যেখযোগ্য শহর হল—
[A] হস্তিনাপুর ও অযোধ্যা
[B] কোশল ও অযোধ্যা
[C] কোশল ও কোশাম্বী
[D] হস্তিনাপুর ও কোশাম্বী
উত্তরঃ [D] হস্তিনাপুর ও কোশাম্বী
7. টেনডন এবং লিগামেন্ট হল—
[A] যোগকলা
[B] রক্তকলা
[C] স্নায়ুকলা
[D] পেশিকলা
উত্তরঃ [A] যোগকলা
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৫
8. নন্দবংশের উচ্ছেদ সাধন করেন—
[A] বিম্বিসার
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অজাতশত্রু
[D] পুষ্যমিত্র শুঙ্গ
উত্তরঃ [B] চন্দ্রগুপ্ত মৌর্য
👇 প্রস্তুতি নিন বাজারের সেরা গাইড বইয়ের সঙ্গে 👇
9. কোন উদ্ভিদের পরাগরেণু এলার্জি ও চর্মরোগ সৃষ্টি করে?
[A] সূর্যমুখী
[B] নয়নতারা
[C] আকাশমণি
[D] পার্থেনিয়াম
উত্তরঃ [D] পার্থেনিয়াম
10. ভিটামিন D -এর রাসায়নিক নাম কি?
[A] অ্যাসকরবিক অ্যাসিড
[B] ক্যালসিফেরল
[C] টো কো ফেরল
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] ক্যালসিফেরল